এক বছর পর সুইডেন দলে ইব্রাহিমোভিচ

বেলজিয়াম ও আজারবাইজানের বিপক্ষে ম্যাচের দলে রাখা হয়েছে ৪১ বছর বয়সী এই স্ট্রাইকারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2023, 03:49 PM
Updated : 15 March 2023, 03:49 PM

চোটের কারণে লম্বা সময় বাইরে থাকায় অনিশ্চয়তা জেগেছিল জ্লাতান ইব্রাহিমোভিচের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। তবে শঙ্কা কাটিয়ে এক বছর পর সুইডেন দলে ডাক পেলেন এই তারকা স্ট্রাইকার।

চলতি মাসের শেষের দিকে বেলজিয়াম ও আজারবাইজানের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচ খেলবে সুইডেন। এই দুই ম্যাচের জন্য বুধবার ইব্রাহিমোভিচকে নিয়ে দল ঘোষণা করেন দলটির কোচ ইয়ান আন্দেরসন।

৪১ বছর বয়সী ইব্রাহিমোভিচ সবশেষ সুইডেনের হয়ে খেলেছেন ২০২২ সালে, পোল্যান্ডের বিপক্ষে কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে। দীর্ঘ বিরতির পর এবার ফিরলেন জাতীয় দলে।

গত মে মাসে হাঁটুর চোট সারাতে অস্ত্রোপচার করানো হয় ইব্রাহিমোভিচের। এরপর থেকেই ছিলেন মাঠের বাইরে। সুস্থ হয়ে এরপর গত ফেব্রুয়ারিতে এসি মিলানের হয়ে সেরি আ ম্যাচ দিয়ে ফিরেছেন মাঠে।

২০১৬ সালে আন্তর্জাতিক  ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ইব্রাহিমোভিচ। এরপর অবসর ভেঙে ২০২১ সালে গত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে ফেরেন সুইডেন দলে।

সুইডেনের জার্সিতে ১২১ ম্যাচে ৬২টি গোল করেছেন ইব্রাহিমোভিচ, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।