বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছ থেকে চলতি মাসের শেষ পর্যন্ত সময় চেয়ে নিয়েছে তদন্ত কমিটি।
Published : 17 Jul 2023, 06:31 PM
প্রায় দুই মাস হয়ে গেলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের আর্থিক কেলেংকারির তদন্ত শেষ হয়নি। তবে অগ্রগতির খবর জানিয়ে বাফুফের তদন্ত কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ জানালেন, চলতি মাসের মধ্যে রিপোর্ট জমা দেবেন তারা।
সোহাগের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয় গত মে মাসের মাঝামাঝি। ৩০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। সেই সময়ে পেরিয়ে চলে গেছে আরও এক মাস। সোমবারের সভা শেষে অগ্রগতির খবর জানালেন কাজী নাবিল।
“ফিফা অভিযোগগুলো নিয়ে বাফুফের করা অধিকতর তদন্ত কমিটির আজকেও মিটিং হয়েছে…বেশি কিছু দিন বাদে…আগের মতোই আমাদের কাজের ধারাবাহিকতা বজায় আছে এবং ভালোভাবে এগিয়ে চলছে। আমরাও কিছু উপসংহারের দিকে যেতে পারছি। আশা করছি, হয়তো খুব বেশি দিন সময় লাগবে না, এটা দ্রুত আমরা শেষ করতে পারব।”
“সভাপতির কাছ থেকে আমরা সময় নিয়েছি, এ মাসের ৩০ তারিখের ভিতরে রিপোর্ট দিয়ে দিব। কাজ গুছিয়ে এসেছে, আর খুব বেশি সময় লাগবে না। ঈদের আগে আমার করোনা হয়েছিল, চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলাম, ঈদের ছুটি ছিল। সাধারণ সম্পাদকও বাইরে ছিল ট্রেনিংয়ের জন্য। এ কারণে সময় চলে গেছে। লক্ষ্য হচ্ছে ৩০ তারিখের মধ্যে রিপোর্ট জমা দিয়ে দিব। এবার আমরা আপনাদেরকে নির্দিষ্ট একটা তারিখ বলে দিলাম।”
আর্থিক কেলেংকারির অভিযোগে গত এপ্রিলে বাফুফের সেসময়কার সাধারণ সম্পাদক সোহাগকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। ওই কেলেংকারি খতিয়ে দেখতে নাবিলকে চেয়ারম্যান করে আট সদস্যের কমিটি গঠন করে বাফুফে।