২০২২-২৩ মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জেতার ব্যাপারে আশাবাদী রিয়াল মাদ্রিদ কোচ।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে সেভিয়ায় পাড়ি দিলেন আলেক্স তেলেস। এক বছর স্পেনের দলটিতে খেলবেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।
ইউনাইটেড বৃহস্পতিবার এক বিবৃতিতে ২৯ বছর বয়সী তেলেসের নতুন ক্লাবে যাওয়ার কথা জানায়। পুরো মৌসুমের বেতন দেবে সেভিয়া। তবে তেলেসকে কিনে নেওয়ার বাধ্যবাধকতা নেই দলটির।
গত মৌসুমে টেবিলের চতুর্থ স্থানে থেকে লা লিগা শেষ করেছিল সেভিয়া। নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে তারা।
নতুন মৌসুমে ইউনাইটেডের হয়ে খেলার সুযোগ পেতে বেশ লড়াই করতে হতো তেলেসকে। লুক শ তো আগে থেকেই আছেন। চলতি দলবদলে ডাচ ক্লাব ফেইনুর্ড থেকে ওল্ড ট্র্যাফোর্ডে এসেছেন তাইরেল মালাসিয়া।
তেলেস ২০২০ সালের অক্টোবরে পোর্তো থেকে ইউনাইটেডে যোগ দেন। দুই মৌসুমে ক্লাবটির হয়ে খেলেছেন ৫০ ম্যাচ।