আরেক আর্জেন্টাইন তরুণকে দলে নিল ম্যান সিটি

হুলিয়ান আলভারেসের পর ইংলিশ ক্লাবটিকে নিজের ঠিকানা করে নিলেন আর্জেন্টিনার মাক্সিম পেরোনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2023, 05:24 AM
Updated : 24 Jan 2023, 05:24 AM

ম্যানচেস্টার সিটিতে জায়গা পোক্ত করার লড়াই চালিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। তার পথ ধরেই এবার ইংলিশ ক্লাবটিকে ঠিকানা করে নিলেন আরেক আর্জেন্টাইন তরুণ ফুটবলার মাক্সিমো পেরেনো। 

আর্জেন্টাইন ক্লাব ভেলেস সারফিল্ড থেকে পেরেনোকে দলে নেওয়ার খবর সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সিটি। ২০ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে সিটির চুক্তি ২০২৮ সাল পর্যন্ত। 

মাত্র গত বছরের মার্চে পেশাদার ফুটবলে পা রাখেন পেরোনে। বুয়েন্স এইরেসের ক্লাব ভেলেস সারফিল্ডের হয়ে ৩৩ ম্যাচে তিনটি গোল করেছেন তিনি, অ্যাসিস্ট করেছেন দুটি। গত বছর ক্লাবের কোপা লিবের্তাদোরেসের সেমি-ফাইনালে ওঠায় উল্লেখযোগ্য অবদান ছিল তার। 

বিবিসির সূত্রমতে, ৮০ লাখ পাউন্ডের আশেপাশে কোনো অঙ্কের ট্রান্সফার ফিতে প্রতিভাবান এই তরুণকে দলে নিতে পেরেছে সিটি। 

আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৬ দলে খেলার অভিজ্ঞতা হয়েছে পেরেনোর। এখন তিনি দেশের জার্সিতে খেলছেন কলম্বিয়ায় অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে। এই টুর্নামেন্ট শেষে শুরু হবে ইংলিশ ফুটবলে তার পথচলা।