ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দলের পারফরম্যান্সে খুশি নন ইয়ুর্গেন ক্লপ, তবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জয়ের বিশ্বাস তার আছে।
Published : 08 Apr 2024, 12:47 PM
শিরোপা লড়াই এখন যে মোড়ে দাঁড়িয়ে, প্রতিটি ম্যাচ আর প্রতিটি পয়েন্ট এখন মহামূল্য। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে গিয়েও পরে খেই হারানোয় স্বাভাবিকভাবেই খুশি নন ইয়ুর্গেন ক্লপ। দলের প্রতি লিভারপুল কোচের পরিষ্কার বার্তা, এভাবে খেললে তা শিরোপা জয়ের জন্য যথেষ্ট নয়। তবে বিশ্বাস তিনি হারাচ্ছেন না দলের ওপর। আপাতত শীর্ষস্থান হারালেও শেষ দিনটি শেষে শীর্ষে থাকার আশা এখনও তার তীব্রভাবেই আছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে রোববার প্রথমার্ধে প্রবল দাপট দেখিয়ে লিভারপুল এগিয়ে ছিল লুইস দিয়াসের গোলে। বেশ কিছু সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান বেশি হতে পারত আরও।
তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে লড়াইয়ে ফেরে ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেস ম্যাচে সমতায় ফেরানোর পর তারা এগিয়ে যায় কবি মেইনুর গোলে। পরে ৮৪তম মিনিটে মোহামেদ সালাহর পেনাল্টিতে ম্যাচ শেষ হয় ড্রয়ে।
তাতে একটি পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করতে পারে লিভারপুল। তবে হারাতে হয় শীর্ষস্থান। ৩১ ম্যাচে সমান ৭১ পয়েন্ট তাদের ও আর্সেনালের। গোল পার্থক্যে এগিয়ে গানাররা। এক পয়েন্ট পেছনে থেকে তিনে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
পরের সাত রাউন্ডে আরও অনেক নাটক ও রোমাঞ্চের উপকরণ মজুদ আছে বলেই মনে করেন ক্লপ। ইউনাইটেডের বিপক্ষে এ দিন দলের পারফরম্যান্সে মিশ্র প্রতিক্রিয়া তার কণ্ঠে। বিরক্তি প্রকাশের পাশাপাশি দলকে সাহসও জোগালেন তিনি।
“এরকমই মনে হয় (আরও অনেক নাটকীয়তা হবে)… অনেক অনেক ম্যাচ জয়ের আছে এখনও। আজকে আমরা যা করেছি, এভাবে করলে হবে না। এটা যথেষ্ট হবে না, অবশ্যই নয়। তবে আমরা তা জানি।”
“আমি দেখেছি, ছেলেরা কী চায়। প্রতিপক্ষের মাঠে কঠিন এক লড়াইয়ে শীর্ষমানের একটি দলকেই দেখেছি আজকে আমি।”
যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, তাতে শেষ পর্যন্ত গোল পার্থক্যে শিরোপার ফয়সালা হলেও বিস্ময়ের কিছু থাকবে না। তবে গোল নিয়ে ভাবতে চান না ক্লপ। তার ভাবনা শুধু নিজেদের কাজ করে যাওয়া এবং শেষ দিনটিতে সবার ওপরে থাকা।
“লোকে এখন বলবে যে গোলের ব্যবধানটা খেয়াল রাখা উচিত আমাদের। তবে সেটা তো ইচ্ছা করে করা যায় না। আট গোল করার লক্ষ্য নিয়ে কোনো ম্যাচে মাঠে নামা যায় না। যাদেরকে নিয়ে আমাদের দল গড়া, আমরা যেমন, আমরা তেমনই। এভাবে থেকেই আমরা লড়াইয়ে আছি এবং তা নিয়ে আমার কোনো সমস্যা নেই।”
“আমি জানতাম, এবার শেষ পর্যন্ত ‘ট্রিকি’ হবে। আমরা শীর্ষে ছিলাম, এখন আর্সেনাল আছে। ৩৮টি ম্যাচ শেষে কে শীর্ষে থাকবে, এটাই গুরুত্বপূর্ণ। শেষ দিনটি শেষে আমরা শীর্ষে থাকতে চাই।”