ইংলিশ ফুটবল
ট্রান্সফার উইন্ডো শেষে নিজের চুক্তি নিয়ে আলাপ করবেন আর্সেনাল কোচ।
Published : 23 Aug 2024, 07:36 PM
গ্রীষ্মকালীন দলবদলের সময় ব্যক্তিগত চুক্তি নিয়ে কথা বলতে ইচ্ছুক নন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। দল গোছানো হয়ে গেলে নতুন চুক্তি নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন স্প্যানিশ এই কোচ।
চলতি মৌসুমে আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে আর্তেতার। তার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে ‘এখনও কিছু জানায়নি’ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। আর্তেতাও প্রকাশ করেননি কিছু।
আর্সেনাল অবশ্য তাকে ধরে রাখতে চাইবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ ক্লাবটির কর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে ৪২ বছর বয়সী আর্তেতার।
শুধু তাই নয়, তার কোচিংয়ে দলও রয়েছে দারুণ ছন্দে। গত দুই মৌসুমে লিগে রানার্সআপ হয়েছে তারা। দুইবারই জাগিয়েছিল লিগ জয়ের স্বপ্ন।
আগামী ৩০ অগাস্ট শেষ হবে এবারের দলবদলের সময়। এরপরই ক্লাবের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে চান আর্তেতা।
“এখন আমাদের পুরো মনোযোগ ট্রান্সফার উইন্ডোতে। অনেক কিছু নিয়ে কাজ করার ও আলোচনার আছে। সেসব নিয়ে কাজ চলছে, সঠিক সময়ে আমরা এটার (চুক্তির) সমাধান করব।”
২০১৯ সালে আর্সেনালের দায়িত্ব নেন আর্তেতা। তার কোচিংয়ে এখন দারুণ খেলছে দলটি। এবার তারা মৌসুম শুরু করেছে লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে। গত দুই আসরে লিগে দ্বিতীয় হওয়া আর্সেনালকে এবার সাফল্য এনে দিতে আত্মবিশ্বাসী আর্তেতা।
“এখন যে অবস্থায় আছি এবং যাদের সঙ্গে প্রতিদিন কাজ করি, এর জন্য আমি প্রথমত খুবই কৃতজ্ঞ। কারণ দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস, আস্থা ও মিল খুঁজে পাওয়া সত্যিই কঠিন।”
“এটা আমি সবসময় বলি। কারণ আমি বিশ্বাস করি, সামনে আমাদের অবিশ্বাস্য সময় আসবে। সবকিছু খুবই রোমাঞ্চকর এবং আমি এটা নিয়ে খুবই উচ্ছ্বসিত।”
আর্সেনালের পরের ম্যাচ শনিবার, লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে।