ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
দলকে আরও অনেক কিছু দেওয়ার সামর্থ্য আছে বলে মনে করেন এই ডাচ স্ট্রাইকার।
Published : 24 Jun 2024, 08:24 AM
কোচের পরিকল্পনায় আগে থেকেই ভঠ ভেহর্স্টের ভূমিকা, বদলি হিসেবে নেমে কার্যকর হয়ে ওঠার। চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলের প্রথম দুই ম্যাচে সেভাবেই মাঠে নামেন তিনি। পোল্যান্ডের বিপক্ষে গোল করে গড়ে দেন ম্যাচের ভাগ্যও। ফ্রান্সের বিপক্ষে ড্র ম্যাচে অবশ্য পারেননি নির্ণায়ক হতে। তবে আরও বেশি সময় খেলার আশাও ছাড়েননি তিনি। শুরুর একাদশে খেলার প্রত্যাশায় ভেহর্স্ট বললেন, নেদারল্যান্ডসকে আরও অনেক কিছু দেওয়ার সামর্থ্য তার আছে।
‘ডি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী মঙ্গলবার অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস। ফ্রান্সের সমান ৪ পয়েন্ট নিয়ে বেশি গোল দেওয়ায় টেবিলে শীর্ষে আছে তারা। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অস্ট্রিয়া।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বদলি নেমে আর্জেন্টিনার জালে জোড়া গোল করে পাদপ্রদীপের আলোয় উঠে আসা এই ফরোয়ার্ড ইউরোতেও আছেন ছন্দে। এবার তার চাওয়া নামের পাশ থেকে ‘বদলি’ শব্দটি ছেঁটে ফেলা। আশায় আছেন, বার্লিনে অস্ট্রিয়ার বিপক্ষে শুরু থেকে খেলার সুযোগ পাবেন তিনি।
“মূল চাওয়া অবশ্যই শুরুর একাদশে খেলার। এটাই আমার লক্ষ্য। দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি, এই ডাচ দলে গুরুত্বপূর্ণ একজন হতে পারি আমি। এই দলকে আরও ভালো করার মান আমার আছে।”
গোল না পেলেও লাইপজিগে ফ্রান্সের রক্ষণে ভীতি ছড়িয়ে শুরুর একাদশে জায়গা পাওয়ার দাবি জোরাল করেছেন ভেহর্স্ট।
গত ইউরোর দেখায় অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস। এবার বিষয়টি সহজ হবে না বলেও দলকে সতর্ক করে দিলেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
“গত ইউরো চ্যাম্পিয়নশিপে আমরা ওদেরকে (আমস্টার্ডামে) হারিয়েছিলাম এবং ৩ পয়েন্ট পেয়েছিলাম। তবে, এরপর নিশ্চিতভাবেই উন্নতি করেছে অস্ট্রিয়া।”