কাবাডি
প্রথমবারের মতো নেপালের বিপক্ষে কাবাডি সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ পেল প্রথম জয়ের স্বাদ।
Published : 22 Apr 2025, 06:12 PM
নেপাল সফরে উন্নতির ধারাবাহিকতা দেখাল বাংলাদেশ নারী কাবাডি দল। স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তৃতীয় ম্যাচে এসে পেল প্রথম জয়ের স্বাদ।
লোলিতপুরের সাতদোবাদোয় মঙ্গলবার নেপালকে জমজমাট লড়াইয়ের পর ২৬-২৩ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। সিরিজে এ মুহূর্তে ২-১ ব্যবধানে পিছিয়ে মেয়েরা।
৪১-১৮ পয়েন্টে হেরে এই সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ম্যাচে লড়াই করে মেয়েরা হার মেনেছিল ২৯-২২ ব্যবধানে।
প্রথম দুই ম্যাচ হেরে তেতে থাকা মেয়েরা আত্মবিশ্বাসী শুরু করলেও পাঁচ পয়েন্টে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ। নেপালের ১৫ পয়েন্ট, বাংলাদেশ ১০ পয়েন্ট নিয়ে বিরতিতে যায়।
বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় মেয়েরা। ম্যাচের দুই মিনিট বাকি থাকতে শ্রাবণী মল্লিককে ধাক্কা দিয়ে ফেলে দেন নেপালের অধিনায়ক। আহত হন বাংলাদেশের অধিনায়ক। ব্যথা নিয়ে বাইরে চলে গেলেও কিছুক্ষণ পরই ফিরে আসেন তিনি। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়েই সতীর্থদের সাথে ছাড়েন মাঠ।
একই মাঠে সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।