বিশ্বকাপ বাছাইয়ে দুঃসময় কাটানোর লড়াইয়ে এন্দ্রিককে না নিয়ে প্রথমবার দলে আসা জেসুসকে একাদশে রেখে চমক উপহার দিয়েছেন কোচ দরিভাল জুনিয়র।
Published : 10 Oct 2024, 11:08 AM
একাদশে খানিকটা চমক উপহার দিলেন দরিভাল জুনিয়র। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এন্দ্রিককে ডাগআউটে রেখে ব্রাজিল কোচ বেছে নিলেন ইগো জেসুসকে। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েই শুরুর একাদশে জায়গা পেলেন বতাফোগোর এই তরুণ ফরোয়ার্ড। কিন্তু ম্যাচে কি চমকে দিতে পারবে ব্রাজিল?
এটিই এখন বাস্তবতা। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বাছাইপর্বে এক জয়ও এখন অনেকটা চমকের মতো। তাদের পারফম্যান্সের দুর্দশা এতটাই।
বিশ্বকাপ বাছাইয়ে এত বাজে পারফরম্যান্স, এত অধারাবাহিকতা কখনোই দেখা যায়নি ব্রাজিলের। এতটা চাপেও আগে কখনও ছিল না তারা। বাছাইয়ে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই তারা হেরেছে। একুয়েডরকে ১-০ গোলে হারানোর ম্যাচেও তাদের পারফরম্যান্সে ছিল না তেমন কোনো ধার।
আট ম্যাচে কেবল তিন জয়ে ১০ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় এখন পাঁচে আছে তারা। আগামী আসর থেকে বিশ্বকাপ হবে ৪৮ দলের। লাতিন আমেরিকা থেকে সরাসরি ছয় দল যাবে বিশ্বকাপে। তারপরও ব্রাজিল এখন আছে শঙ্কায়।
ব্রাজিলের সমান পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে এখন ছয়ে ভেনেজুয়েলা। স্রেফ এক পয়েন্ট পেছনে আছে বলিভিয়া ও প্যারাগুয়ে।
অনেক দিন ধরেই ব্রাজিলের যা পারফরম্যান্স, তাতে জয়ের আশা তাদেরকে নিয়ে করাই কঠিন। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে তারা ব্যর্থ হতে পারে, এমন আলোচনাও এখন খুবই বাস্তবসম্মত।
দুই দফায় ভারপ্রাপ্ত কোচের তত্ত্বাবধানে থাকার পর গত জানুয়ারিতে নিয়মিত কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় দরিভাল জুনিয়রকে। কিন্তু পথহারা দলটি তার কোচিংয়েও জিততে পেরেছে স্রেফ দুই ম্যাচ।
কোপা আমেরিকায় বাজে ফুটবলের প্রদর্শনীতে তারা ছিটকে গেছে কোয়ার্টার-ফাইনাল থেকে। দলের সেরা তারকা নেইমার চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে। তার অভাব অনুভূত হচ্ছে প্রবলভাবে। ক্লাব ফুটবলের বড় তারকারা জাতীয় দলের জার্সিতে ম্রিয়মান ম্যাচের পর ম্যাচে।
আরও অনেক চোট সমস্যা তো লেগেই আছে। এই ম্যাচের জন্যই প্রথম ঘোষিত দল থেকে পাঁচটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন কোচ, যেখান আছেন আলিসন বেকার, এদের মিলিতাও, ভিনিসিউস জুনিয়রের মতো তারকা।
এই ম্যাচে ইগো জেসুসকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে দলকে নিয়ে প্রত্যাশার কথাও জানালেন কোচ দরিভাল।
“আমার মনে হয়, ইগোর (জেসুস) নিজের যতটা অভিজ্ঞতা এবং এখন যে অবস্থায় সে আছে, তা একটু ভিন্ন। হয়তো এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে এবং এই সময়টায় তার মাপের ফুটবলারদের আমাদের দরকার।”
“কখনও কখনও অনুশীলনে আমরা যা করি, তা মাঠে পুনরাবৃত্তি করতে পারি না। তবে এবার যে অনুশীলন সেশন আমাদের হয়েছে, তা ছিল প্রত্যাশায় পরিপূর্ণ। যে ধরনের ভারসাম্য আমরা চাই, তা খুঁজে বের করার সময় হয়তো এখনই।”
সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলি থেকে গত জুলাইয়ে বতাফোগোয় নাম লেখান ইগো জেসুস। নিজ দেশের ক্লাবের হয়ে শুরুতেই নজর কেড়েছেন তিনি দারুণ পারফরম্যান্সে। নতুন ক্লাবের জার্সিতে ১৯ ম্যাচে সাত গোল করেছেন তিনি, প্রতিভার ঝলক দেখিয়েছেন বল পায়ে নানা কসরত করে।
বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টায় চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরে বুধবার বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটায় শুরু হবে পেরুর বিপক্ষে তাদের লড়াই।