সেরি আর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী গোলদাতা এখন এসি মিলানের সুইডিশ তারকা।
Published : 19 Mar 2023, 02:43 PM
এক বছরের বেশি সময় পর এসি মিলানের হয়ে শুরুর একাদশে নেমেই গোল পেয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তাতে সেরি আর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
উপলক্ষটা যদিও জয়ে রাঙাতে পারেননি ইব্রাহিমোভিচ। তার দল হেরে গেছে উদিনেজের কাছে। ইতিহাসে নাম লিখিয়ে গর্ব অনুভব করলেও দলকে পয়েন্ট এনে দিতে না পারায় তাই হতাশ সুইডিশ তারকা।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ৩-১ গোলে হারে এসি মিলান। এতে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হারায় তারা। ৪৮ পয়েন্ট নিয়ে চার নম্বরেই আছে দলটি।
নবম মিনিটে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে সমতা টানেন ইব্রাহিমোভিচ। শুরুতে তার শট অবশ্য ঠেকিয়ে দেন গোলরক্ষক। তবে উদিনেজের এক খেলোয়াড় আগেই বক্সে ঢুকে পড়ায় আবার শট নিতে দেন রেফারি। এবার আর ভুল করেননি অভিজ্ঞ স্ট্রাইকার।
৪১ বছর ১৬৬ দিন বয়সে গোল করলেন ইব্রাহিমোভিচ। ছাড়িয়ে গেলেন সাবেক এসি মিলান ডিফেন্ডার আলেসান্দ্রো কস্তাকুর্তাকে। ২০০৭ সালের মে মাসে ৪১ বছর ২৫ দিন বয়সে গোলটি করেছিলেন তিনি। অবাক করা হলেও সত্যি, সেটিও ছিল উদিনেজের বিপক্ষে মিলানের হারের ম্যাচে পেনাল্টি থেকে!
ম্যাচ শেষে স্কাই স্পোর্ট ইতালিয়ার সঙ্গে আলাপচারিতায় রেকর্ডটি নিয়ে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই প্রতিক্রিয়া জানান ইব্রাহিমোভিচ।
“কস্তাকুর্তা যদি এই রেকর্ড ধরে রাখতে পারতেন তাহলে অনেক ভালো হতো। এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পেরে আমি গর্বিত। এটি দুর্দান্ত একটি ক্লাব, যেখানে অনেক দুর্দান্ত খেলোয়াড় খেলেছেন। আমার কাছে এটা অনেক কিছু।”
তার রেকর্ড গড়া গোলের দুই মিনিট পরই আবার পিছিয়ে পড়ে মিলান। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল হজম করায় তাদের ঘুরে দাঁড়ানোর আশাও শেষ হয়ে যায়।
নিজেদের চাওয়া অনুযায়ী ম্যাচটি খেলতে না পারার আক্ষেপ ঝরল ইব্রাহিমোভিচের কণ্ঠে।
“অধিনায়ক হিসেবে আমার প্রথম ম্যাচে গোলটি তিন পয়েন্ট আনতে পারেনি এবং দুর্ভাগ্যবশত ম্যাচটি আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম তেমন হয়নি।”