নিসের বিপক্ষে এই তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।
Published : 15 May 2024, 06:40 PM
মৌসুমের শেষ দিকে এসে ধাক্কা খেয়েছে পিএসজি। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন দলটির সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপে। বিশ্বকাপজয়ী এই তারকাকে পরের ম্যাচে পাচ্ছে না ফরাসি চ্যাম্পিয়নরা।
লিগ আঁয় বুধবার নিসের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচ থেকে এমবাপের ছিটকে পড়ার কথা এক বিবৃতিতে এদিন জানিয়েছে ক্লাবটি।
চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ার কথা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন এমবাপে। কোথায় যাচ্ছেন, সেটা অবশ্য খোলাসা করেননি তিনি। তবে সবার জোর ধারণা, শৈশবের প্রিয় ক্লাব রেয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ফরাসি ফরোয়ার্ড।
মৌসুমে পিএসজির শেষ লিগ ম্যাচ মেসের বিপক্ষে, আগামী রোববার। এরপর ফরাসি কাপের ফাইনালে লিওঁর মুখোমুখি হবে তারা। আগামী ২৫ মে শিরোপা নির্ধারণী ম্যাচটিতে এমবাপেকে পাওয়ার আশায় আছে পিএসজি।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচ খেলে এমবাপে গোল করেছেন ৪৪টি, অ্যাসিস্ট ১০টি। পিএসজির হয়ে সবশেষ খেলেছেন তিনি তুলুজের বিপক্ষে গত রোববার। ওই ম্যাচে চলতি লিগে নিজের ২৭তম গোলটি করেন তিনি।
নিসের বিপক্ষে উসমান দেম্বেলেকেও পাবে না পিএসজি। তুলুজের বিপক্ষে ৩-১ গোলে হারা ম্যাচে বাঁ ঊরুতে চোট পান এই উইঙ্গার।
আগেই লিগ শিরোপা নিশ্চিত করেছে পিএসজি, ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৭০। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা মোনাকো ৬৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট পাওয়া নিসের অবস্থান পঞ্চম। লিগে চতুর্থ হয়ে আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ রয়েছে তাদের। নিসের চেয়ে এক ম্যাচ করে বেশি খেলা লিল ও ব্রেস্ত সমান ৫৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।