Published : 21 Aug 2023, 09:57 PM
শেষ পর্যন্ত ম্যাসন গ্রিনউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ম্যানচেস্টার ইউনাইটেড। বান্ধবীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে এই ইংলিশ ফরোয়ার্ডের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের পর তার সঙ্গে চুক্তি বাতিল করল ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
ইউনাইটেড সোমবার এক বিবৃতিতে জানায়, ক্লাব ছেড়ে যাবেন গ্রিনউড। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি ছিল তার।
২০২২ সালের জানুয়ারিতে গ্রিনউডের বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন তার বান্ধবী। নিজের অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে ইনস্টাগ্রামে রক্তাক্ত শরীরের ছবি, ভিডিও ও অডিও পোস্ট করেন তিনি। এর প্রেক্ষিতে ইংলিশ ফুটবলারকে ওই সময়েই গ্রেপ্তার করেছিল গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।
গুরুতর ওই অভিযোগ ওঠার পরপরই গ্রিনউডকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার শেষ হয়ে গেল ক্লাবটিতে ২১ বছর বয়সী ফুটবলারের পথচলা।
গত ফেব্রুয়ারিতে গ্রিনউডের বিরুদ্ধে আনা সব অপরাধমূলক অভিযোগ প্রত্যাহার করে পুলিশ। তবে ইউনাইটেড তাদের নিজস্ব তদন্ত চালিয়ে যাচ্ছিল। সেটার প্রেক্ষিতেই এলো এই সিদ্ধান্ত।
ব্রিটিশ সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গ্রিনউড বলেছেন, তিনি 'ভুল করেছেন।' তবে সেখানে নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন তিনি।
ইউনাইটেডের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা গ্রিনউডের মূল দলে অভিষেক হয় ২০১৯ সালের মার্চে। ২০২১ সালে ক্লাবটির সঙ্গে চার বছরের চুক্তি করেন তিনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে ১২৯ ম্যাচ খেলে ৩৫টি গোল করেছেন গ্রিনউড।