১৮ সেকেন্ডের জন্য খেলোয়াড় কিনতে পারল না বার্সা!

ডিফেন্ডার হুলিয়ান আরাউহোকে কেনার খুব কাছাকাছি চলে গেলেও নির্দিষ্ট সময়সীমার আগে প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি স্প্যানিশ ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2023, 09:22 AM
Updated : 2 Feb 2023, 09:22 AM

রক্ষণ মজবুত করতে হুলিয়ান আরাউহোকে খুব করে পেতে চেয়েছিল বার্সেলোনা। দুই ক্লাবের মধ্যে সমঝোতাও হয়ে যায়। কিন্তু প্রক্রিয়া শেষ করতে একটুখানি দেরি হয়ে গেল, মাত্র ১৮ সেকেন্ড। দিন শেষে তাই মেক্সিকোর এই ডিফেন্ডারকে পেল না কাতালান ক্লাবটি।

জানুয়ারির দলবদল শেষ হয়েছে গত মঙ্গলবার। স্প্যানিশ সংবাদপত্র এএসের খবর, ২০২৬ সাল পর্যন্ত মেয়াদে আরাউহোকে দলে টানতে চেয়েছিল বার্সেলোনা। এজন্য তারা ৫৯ লাখ ইউরো দিতে প্রস্তুত ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আনুষ্ঠানিকতা শেষ করতে না পারায় পুরো প্রক্রিয়া ভেস্তে গেছে।

মুভিস্টারের সঙ্গে আলাপচারিতায় গত বুধবার বার্সেলোনার ক্রীড়া পরিচালক মাতেও আলেমানি নিশ্চিত করেছেন বিষয়টি।

“একটি সিস্টেমের ত্রুটির কারণে আমরা (আরাউহোকে) দলে টানতে পারিনি, মাত্র ১৮ সেকেন্ড দেরি হয়েছিল, দেখা যাক ফিফা কী বলে।”

জানুয়ারির দলবদলে বড় কোনো খেলোয়াড় দলে ভেড়ায়নি বার্সেলোনা। উল্টো ফরোয়ার্ড মেম্ফিস ডিপাই চলে গেছেন আতলেতিকো মাদ্রিদে আর ডিফেন্ডার এক্তর বেইয়েরিন যোগ দিয়েছেন স্পোর্তিং লিসবনে।

লা লিগায় ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির পরবর্তী ম্যাচ আগামী রোববার, সেভিয়ার বিপক্ষে।