১৫ জনের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
Published : 25 May 2024, 10:34 PM
বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন মেজর জেনারেল (অব.) মাসুদ রাজ্জাক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: মোস্তাফিজুর রহমান।
প্রতিনিধিত্বমূলক নেতৃত্ব নিশ্চিত করতে এই নির্বাচনে ১৫ জন সদস্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় জয়ী হয়েছেন। নতুন কমিটি ২০২৪ থেকে ২০২৬ মেয়াদে দায়িত্ব পালন করবে।
এই কমিটির নির্বাচিত বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লে. কর্নেল ফরিদুল মাহমুদ (অব.), কোষাধ্যক্ষ মো: মনোয়ারুল ইসলাম, সদস্য বশির আহমেদ, ডা: আফশান আনিস, মো: জীবন আলী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম, আবুল কালাম আজাদ, মো: সিদ্দিকুর রহমান, মো: ইসমাইল গোসেন, মো: নুরুল কবির, মেজর (অব.) মাহমুদুর রহমান চৌধুরি ও মো: সাগর।
নতুন কমিটি দায়িত্ব নিয়েই খেলোয়াড়দের উন্নয়নকে উৎসাহিত করা ও টুর্নামেন্টের পরিসর বাড়ানোর লক্ষ্য ঠিক করেছে।
দেশের পেশাদার গলফের জাতীয় পরিচালনা সংস্থা বিপিজিএ প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে।