নারী ফুটবল
“আমরা তো আমাদের জায়গা থেকে সরব না”, পিটার জেমস বাটলারের কোচিংয়ে দলে ফেরার যে কোনো ইচ্ছা নেই, আবার জানিয়ে দিলেন বিদ্রোহ করা এক ফরোয়ার্ড।
Published : 10 Feb 2025, 04:06 PM
কেমন আছেন?, ‘বিদ্রোহী’ এক ফরোয়ার্ডকে প্রশ্ন করতেই বললেন, “এই তো ভালো।” কিন্তু যে সুরে এই নারী ফুটবলার উত্তর দিলেন, সেখানে শংসয়, অনিশ্চয়তা, উদ্বেগের ছাপ স্পষ্ট। তবে তার আশা, দ্রুত সমাধান হোক চলমান সংকটের এবং এজন্য তিনি তাকিয়ে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দিকে।
নারী ফুটবলের চলমান টানাপোড়েন সমাধানের আশাবাদ বাফুফের পক্ষ থেকে দেওয়া হচ্ছে প্রায়শই। গত রোববার সংস্থাটির সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ যেমন বলেছেন, আগামী বুধ-বৃহস্পতিবারের মধ্যে সমাধান হয়ে যাবে। কিন্তু সব পক্ষ যে অনড়!
যার বিরুদ্ধে ১৮ জন সাফ জয়ীর ‘বিদ্রোহ’, সেই কোচ পিটার জেমস বাটলার সোমবার ভোরে অনুশীলন করেছেন ৩৫ জনকে নিয়ে। দুপুরে যথারীতি হয়েছে জিম সেশন। নিজেদের অবস্থানে অটল থেকে সাবিনা-মনিকা-মাসুরারা যোগ দেননি অনুশীলনে।
গত সাফের পর ২৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে খেলায় ফিরবে বাংলাদেশ। দ্বিতীয় প্রীতি ম্যাচ ২ মার্চ। ম্যাচ দুটি তারা খেলবে প্রতিপক্ষের মাঠে। ১৫ ফেব্রুয়ারি এই সফরের জন্য দল দেওয়ার কথা রয়েছে পিটারের। অনুশীলনের মধ্যে না থাকায় এই দুই প্রীতি ম্যাচে ‘বিদ্রোহী’দের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
অবশ্য যারা অনুশীলন চালিয়ে যাচ্ছে, তাদের সাথেই বাফুফে ক্যাম্পে আছে ওই ১৮ জন। এর মাঝে আবার তাদেরকে ছুটি দেওয়ার খবরও চাউর হয়েছে, কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সাফ জয়ী দলের দুই খেলোয়াড় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ছুটির বিষয়ে তাদেরকে কিছু জানায়নি বাফুফে। এদিকে আবার বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের বুধ-বৃহস্পতিবারের দিকে লন্ডনে যাওয়ার কথা।
সব মিলিয়ে হ-য-ব-র-ল পরিস্থিতিতে একটা সমাধানের অপেক্ষায় থাকার কথা বললেন এক ‘বিদ্রোহী’ ফরোয়ার্ড। বৃহস্পতিবারের পর বাফুফের সাথে কোনো আলোচনাও হয়নি বলে জানালেন তিনি।
“এই তো ভালো (যাচ্ছে)। খারাপ না। (একটা করে দিন যাচ্ছে) উৎকণ্ঠা বাড়ছে, কিন্তু আমাদের কী করার আছে? আমরা তো আমাদের জায়গা থেকে সরব না।”
“না ছুটির ব্যাপারে আমাদের কিছু বলেনি। বৃহস্পতিবারের পর আর কোনো কথা হয়নি। (বুধবারের মধ্যে) সমাধান হলে তো ভালো।”
সমাধান পক্ষে আসুক কিংবা বিপক্ষে যাক, তা নিয়ে খুব একটা চিন্তিত নন ওই খেলোয়াড়। ‘যেকোনো সমাধানের জন্যই’ প্রস্তুত তারা। দুটি সাফ জয়ী আরেক মিডফিল্ডারও বললেন, নিজেদের দাবি-দাওয়ার পক্ষে অটল থেকে সমাধান পাওয়ার আশা।
“উৎকণ্ঠা বাড়লে আমাদের কী করার আছে? আমরা তো আমাদের কথা বলে দিয়েছি। আমাদের চাওয়া জানিয়ে দিয়েছি। ক্যাম্পেই আছি। ছুটির বিষয়ে আমাদের কেউ কিছু বলেনি।”
বলার কথা আসলে বাফুফেরই। তদন্ত প্রতিবেদন জমা পড়েছে গত বৃহস্পতিবার। এরপর গড়াতে চলেছে চার দিন; কিন্তু এখন পর্যন্ত কেবল সংকট নিরসনের আশাবাদই শোনাতে পেরেছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।