ম্যাচটি নিয়ে আপত্তি ছিল দুই দলেরই, শেষ পর্যন্ত সেই ম্যাচ সহজে জিতলেও প্রবল ক্ষোভ প্রকাশ করলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
Published : 28 Mar 2025, 11:08 AM
ম্যাচটির সূচি নিয়ে আপত্তি ছিল দুই দলেরই। তবে তা ধোপে টেকেনি। বাধ্য হয়ে ম্যাচটি খেলতে হয়েছে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনা দারুণ জয়ে অবস্থান সংহত করেছে আরও। তববু ম্যাচ শেষে হান্সি ফ্লিকের কণ্ঠে ক্ষোভের আগুন। তার শঙ্কাটাই যে সত্যি হয়েছে, চোটে পড়েছেন দলের গুরুত্বপূর্ণ এক ফুটবলার!
লা লিগায় বৃহস্পতিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচটিতে চোটে পড়েন বার্সেলোনার দানি ওলমো। দলের ৩-০ গোলের জয়ে দ্বিতীয় গোলটি আসে তার পা থেকেই। তবে ম্যাচের ২৭তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় রেয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান তিন পয়েন্ট বাড়িয়ে নেয় বার্সেলোনা। কিন্তু এই জয় বা তিন পয়েন্ট বার্সেলোনা কোচকে স্বস্তি দলেও মানসিক শান্তি দিতে পারছে না।
এই ম্যাচটি ছিল মাসের শুরুর দিকে। কিন্তু ম্যাচের আগে বার্সেলোনার চিকিৎসকের মৃত্যুতে তা পিছিয়ে যায়। নতুন সূচিতে আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর ম্যাচটির দিন ঠিক করে লা লিগা কর্তৃপক্ষ। এটা নিয়ে আপত্তি ছিল ক্লাবগুলোর। জাতীয় দলের ম্যাচের ক্লান্তি-শ্রান্তি কাটিয়ে ওঠার আগে মাঠে নামায় চোটাক্রান্ত হওয়ার শঙ্কা থাকে সবসময়ই।
ওলমো চোটে পড়ার পর তাই ক্ষোভ উগরে দিলেন বার্সেলোনা কোচ। তার মতে, এই জয়ের অনেক বেশিই মূল্য দিতে হবে তাদেরকে।
“যে পরিস্থিতিতে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, সেটির সেরাটা আজকে আমরা নিতে পেরেছি। তবে এই ম্যাচটি খেলার সঠিক সময় এটি ছিল না। আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর, এটা ভালো কিছু ছিল না। তিনটি পয়েন্ট আমরা পেয়েছি, তবে এর জন্য চড়া মূল দিতে হয়েছে, দানির (ওলমো) চোটে। মোটেও ভালো কিছু নয়।”
“আমরা জানি না, কতদিন তাকে বাইরে থাকতে হবে। যদি দুই সপ্তাহও হয়, তার পরও অনেক ম্যাচ। তিন সপ্তাহ হলে আরও বেশি ম্যাচ। মোটেও ভালো কিছু নয়। ওই তিন পয়েন্টের মূল্য অতি চড়া।”
এমনিতেই ঠাসা সূচি আর টানা খেলা নিয়ে জেরবার ফুটবলাররা। এর ওপর আবার এ বছর থেকেই ক্লাব ফুটবলের মৌসুম শেষ হয়েও শেষ হচ্ছে না। নতুন আঙ্গিকে বড় পরিসরে ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু হচ্ছে এবার থেকেই।
বার্সেলোনা যদিও এবার ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি, তবে ফুটবলারদের কথা ভেবে এই টুর্নামেন্টকে বাড়াবাড়ি মনে করেন হান্সি ফ্লিক।
“ফুটবলারদের কথা শুনতে হবে আমাদের। এটা গুরুত্বপূর্ণ। কোচদের কথা শুনতে হবে। এই গ্রীষ্মে আবার ক্লাব বিশ্বকাপ আছে। খুবই কঠিন। নেশন্স লিগ, আন্তর্জাতিক ম্যাচের বিরতি….। আমার মনে হয়, এই ক্লাব বিশ্বকাপ ব্যাপারটি ভালো কিছু নয়। অনেক অর্থ আয় করা যাবে, কিন্তু ফুটবলারদের জন্য ভালো কিছু নয়। একটা জায়গায় থামতে হবে আমাদের এবং ফুটবলারদের কথা ভাবতে হবে।”
“সমর্থকদের চাওয়া থাকে, প্রতিটি ফুটবলার সবসময় শতভাগ দেবে, তারা দারুণ প্রদর্শনী দেখতে চায়। এভাবে (সূচি) চলতে থাকলে, সর্বোচ্চ মান ধরে রেখে খেলা সম্ভব নয়। শুধু আমাদের জন্যই নয়, অন্য দলগুলির জন্যও, যারা ক্লাব বিশ্বকাপে খেলবে।”