স্প্যানিশ ফুটবল
বার্সেলোনার বিপক্ষে রোমাঞ্চকর, বিনোদনে ভরা একটি ম্যাচের প্রত্যাশা করছেন রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 10 Jan 2025, 04:04 PM
সম্ভাবনাকে সত্যি করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ আরেকটি শিরোপা লড়াইয়ে জায়গা করে নেওয়ায়, রোমাঞ্চকর এক ফুটবল দ্বৈরথ হাতছানি দিচ্ছে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের আগে রেয়াল কোচ কার্লো আনচেলত্তিও হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন। সম্ভাব্য ফল নিয়ে ভাবা কিংবা ফেভারিট বেছে নেওয়াটা এখানে ঠিক সম্ভব নয় বলেই মনে করেন তিনি।
চার দলের টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার মায়োর্কাকে ৩-০ গোলে হারায় রেয়াল। তার আগের দিন প্রথম সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। আগামী রোববার মাঠে গড়াবে ফাইনাল।
সুপার কাপের গত আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার কাতালান ক্লাবটিকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে মাদ্রিদের দলটি।
এরপর আরও দুই দফায় পরস্পরের মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রেয়াল। লা লিগার ওই দুই ম্যাচের একটিতে ৩-২ গোলে জিতেছে রেয়াল, আর মাস দুয়েক আগে পরের ম্যাচটিতে বার্সেলোনার জিতেছে ৪-০ গোলে।
সুপার কাপের রেকর্ড ১৪ বারের বিজয়ী বার্সেলোনা। এই শিরোপা জয়ের হিসেবে এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের পাশে বসার সুযোগ রয়েছে রেয়ালের (১৩)। কাজটি যে সহজ হবে না ভালো করেই জানেন আনচেলত্তি। মায়োর্কা ম্যাচের পর তিনি বললেন, ফলাফল নিয়ে কিছুই ভাবছেন না তিনি।
“সাম্প্রতিক ক্লাসিকো ম্যাচগুলো আনপ্রেডিক্টেবল হচ্ছে। কিছু ম্যাচ আমরা সহজেই জিতেছি, যেমন গত বছর সুপার কাপে ৪-১ গোলে। বার্সেলোনার মাঠে আমরা দুইবার ৪-০ গোলে জিতেছি, আবার বের্নাবেউয়ে তারা আমাদের ৪-০ গোলে হারিয়েছে।”
“পরের ম্যাচ কেমন হবে এটা ভাবা কঠিন। তবে লড়াইটিতে বিনোদন থাকবে, কারণ মাঠে মানসম্মত খেলা হবে। আর অবশ্যই আমরা বার্সেলোনার চেয়ে ভালোভাবে শেষ করতে চাইব।”
মায়োর্কার বিপক্ষে প্রথমার্ধে অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রেয়াল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ডেডলক ভাঙেন জুড বেলিংহ্যাম। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে আরও এগিয়ে যায় তারা। একেবারে শেষ দিকে রেয়ালের তৃতীয় গোলটি করেন রদ্রিগো।
জিতলেও লড়াইটা যে সহজ ছিল না, ম্যাচ শেষে উল্লেখ করেন আনচেলত্তি। সঙ্গে মায়োর্কার রক্ষণ সামলানোর প্রশংসাও করেন ইতালিয়ান কোচ।
“আমরা খুব ভালো শুরু করেছিলাম, তবে আমরা আরেকটু আগে গোলের খাতা খুলতে পারতাম, সেটা হতে পারত প্রথমার্ধে। ভালো শুরুর পর আমাদের জন্য কাজটা আরও কঠিন হয়ে ওঠে। কঠিন একটা ম্যাচ ছিল, কারণ মায়োর্কা তাদের খেলাই খেলেছে।”
“রক্ষণে তারা খুব ভালো করেছে, জায়গা দিচ্ছিল না, ক্রসের মাধ্যমে সুযোগ তৈরির চেষ্টা করছিল। কয়েকবার তারা আমাদের জন্য সমস্যা তৈরি করেছে।”