ইংলিশ প্রিমিয়ার লিগ
প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে জয়শূন্য থাকল আর্সেনাল, টানা দুই ম্যাচে ড্র করল চেলসি।
Published : 11 Nov 2024, 12:35 AM
হাঁটু গেড়ে মাটিতে চাপড় দিচ্ছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। চেলসির পোস্টে মাথা নিচু করে বসে আছেন লেয়ান্দ্রো ত্রোসার। তাদের প্রতিক্রিয়ায় স্পষ্ট, হাতছাড়া হয়ে গেছে জয়ে ফেরার অনেক বড় সুযোগ। বিপরীত চিত্র চেলসির ডাগআউটে। ম্যাচের শেষ শটে ত্রোসারের ব্যর্থতায় হার থেকে বেঁচে যাওয়ার আনন্দে তখন ভাসছে স্ট্যাম্পফোর্ড ব্রিজের দলটি।
ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার হাইভোল্টেজ লড়াইটি শেষ হয়েছে ১-১ সমতায়। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
গাব্রিয়েল মার্তিনেল্লি আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান পেদ্রো নেতো।
দুই গোলের বাইরে সেরা সুযোগটি পেয়েছিলেন ত্রোসার। ম্যাচের শেষ দিকে বদলি নামা বেলজিয়ান ফরোয়ার্ড হতে পারতেন নায়ক। অন্তিম সময়ে তার ব্যর্থতায় জয়ে ফেরা হলো না আর্সেনালের। প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে জয়শূন্য থাকল তারা।
অনেক সুযোগ হাতছাড়া করা চেলসি ড্র করল টানা দুই ম্যাচে।
প্রায় ৪৯ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নেয় চেলসি, এর কেবল তিনটি ছিল লক্ষ্যে। আর্সেনালও ১২ শটের মধ্যে মাত্র তিনটি রাখতে পারে লক্ষ্যে।
ঘরের মাঠে ইতিবাচক শুরু করা চেলসি প্রথম সুযোগ পায় তৃতীয় মিনিটে। ২৫ গজ দূর থেকে কোল পালমারের শট ক্রসবারের ওপর দিয়ে পাঠান আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া।
১৯তম মিনিটে আবার সুযোগ পায় স্বাগতিকরা। নেতোর ক্রসে লাফিয়ে হেড করলেও লক্ষ্য খুঁজে পাননি ননি মাদুয়েকে।
চার মিনিট পর চেলসিকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করেন মালো গিস্তো। নেতোর দারুণ ক্রস দূরের পোস্টে পেয়েও কাজে লাগতে পারেননি তিনি। হেড চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
অনেকটা খেলার ধারার বিপরীতেই আর্সেনালকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন মার্তিনেল্লি, ২৯তম মিনিটে। কিন্তু চমৎকার দক্ষতায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক রবের্ত সানচেস।
তিন মিনিট পর ফ্রি কিক থেকে বল পেয়ে জাল খুঁজে নিয়েছিলেন কাই হাভার্টজ। তবে আর্সেনাল মিডফিল্ডার নিজেই অফসাইডে থাকায় মেলেনি গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ পান চেলসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানা। দূরের পোস্টে ছুটে গিয়ে মাদুয়েকের ক্রসে পা ছোঁয়ালেও বল লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
৬০তম মিনিটে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে আর্সেনালকে এগিয়ে নেন মার্তিনেল্লি। মার্টিন ওডেগোরের চমৎকার পাস দূরের পোস্টে পেয়ে গোলরক্ষকের পাশ দিয়ে গতিময় শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এগিয়ে যাওয়ার পর আক্রমণে আরও গতি বাড়ায় আর্সেনাল। কিন্তু কাজের কাজ করতে পারেনি তারা। উল্টো ৭০তম মিনিটে সমতা ফেরায় চেলসি।
একটু আগে বদলি নামা এনসো ফের্নান্দেসের কাছ থেকে বল পেয়ে ৩০ গজ দূর থেকে আচমকা শটে ঠিকানা খুঁজে নেন নেতো।
৭৫তম মিনিটে জালে বল পাঠান নিকোলাস জ্যাকসন। তবে চেলসি ফরোয়ার্ড নিজেই অফসাইডে থাকায় মেলেনি গোল।
শেষ দিকে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠায় দারুণ জমে ওঠে ম্যাচ। শেষটা রাঙানোর সুযোগ পেয়েও ওই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ত্রোসার।
১১ ম্যাচে পাঁচ জয়ের সঙ্গে চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তিনে উঠে এলো চেলসি। গোল পার্থক্যে পিছিয়ে চারে আর্সেনাল।
তাদের সমান পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে নটিংহ্যাম ফরেস্ট ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন।
২৮ পয়েন্ট নিয়ে চূড়ায় লিভারপুল। টানা দুই হারে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি।