এই তিন ফুটবলারকে ছাড়াই নেশন্স লিগের অভিযান শুরু করবে ইংল্যান্ড।
Published : 04 Sep 2024, 11:43 AM
ফিল ফোডেন, কোল পালমার ও অলি ওয়াটকিন্সক ছাড়াই নেশন্স লিগের অভিযান শুরু করবে ইংল্যান্ড। এই তিন ফুটবলারকেই স্কোয়াডে রেখেছিলেন ভারপ্রাপ্ত কোচ লি কার্সলি। কিন্তু ছিটকে পড়েছেন তিন জনই।
ম্যানচেস্টার সিটির হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা ফোডেন নতুন মৌসুমে এখনও মাঠে নামেননি। অসুস্থতার কারণে ইংল্যান্ডের অনুশীলনে যোগ দেননি। আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।
চেলসির ফরোয়ার্ড পালমার ও অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড ওয়াটকিন্স যোগ দিয়েছিলেন সেন্ট জর্জেস পার্কে জাতীয় দলের অনুশীলনে। তবে চোটের অবস্থা পর্যালোচনা করে দুজনকেই ছেড়ে দেওয়া হয় স্কোয়াড থেকে। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানায়, দুজনই নিজ নিজ ক্লাবে ফিরে পুনবার্সন চালিয়ে যাবেন।
ডাবলিনে শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ শুরু করবে ইংল্যান্ড। তিন দিন পর দেশের মাঠে তাদের প্রতিপক্ষ ফিনল্যান্ড।
গত ইউরোর ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর ইংল্যান্ডের প্রথম ম্যাচ হবে এটি। ওই আসরের পর কোচের দায়িত্ব ছেড়ে দেন গ্যারেথ সাউথগেট। আপাতত দায়িত্ব চালাবেন কার্সলি।
এই দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে দলে নিয়েছেন কোচ। গত ইউরোর দলে তাকে রাখা হয়নি। পরে তিনি বলেছিলেন, এটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্ত এবং তার হৃদয় ভেঙে গেছে।
ইউরোর দলে জায়গা না পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারকেও ফেরানো হয়েছে দলে।