চ্যাম্পিয়ন্স লিগ
নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে প্রতিপক্ষকে সাধুবাদ জানালেন ভিনসেন্ট কোম্পানি।
Published : 23 Jan 2025, 05:03 PM
বল দখল ও আক্রমণ; ফেইনুর্ডের বিপক্ষে সবখানেই পরিষ্কার আধিপত্য ছিল বায়ার্ন মিউনিখের। অনেক নিশ্চিত সুযোগও তৈরি করে তারা। কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। যার চওড়া মাশুল দিয়ে হারের তেতো স্বাদ পায় জার্মান জায়ান্টরা। এত সুযোগ নষ্ট করার আক্ষেপে পুড়ছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ফেইনুর্ডের মাঠে ৩-০ গোলে হেরেছে বায়ার্ন। ম্যাচের ফলাফলে মাঠের চিত্র ফুটে উঠছে না একটুও। সব পরিসংখ্যানেই যে দাপট ছিল পরাজিতদের।
ম্যাচজুড়ে প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে ছিল বায়ার্নের। গোলের জন্য তারা শট নেয় ৩০টি, যার মধ্যে কেবল ছয়টি ছিল লক্ষ্য। আর ফেইনুর্ডের আট শটের লক্ষ্যে থাকা তিনটিই যায় জালে!
জোড়া গোল করে ফেইনুর্ডকে প্রথমার্ধে চালকের আসনে বসান সান্তিয়াগো হিমেনেস। মেক্সিকান ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি স্পট কিক থেকে। ম্যাচের শেষ দিকে জালের দেখা পান আয়াসে উয়েদা।
বায়ার্নের বেশ কয়েকটি প্রচেষ্টা রুখে দেন ফেইনুর্ড গোলরক্ষক বেইলো। হ্যারি কেইনের দুটি শট ঠেকান তিনি। ক্রসবারের ওপরে দিয়ে পাঠিয়ে দেন জামাল মুসিয়ালের শট। এছাড়া লেরয় সানের হেড পোস্টে প্রতিহত হয়। সুযোগ নষ্ট করেন লেয়ন গোরেটস্কা।
সুযোগ মিলেছিল আরও কয়েকটি, কিন্তু মেলেনি সাফল্য। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসব নিয়েই হতাশা ঝরল কোম্পানির কণ্ঠে।
“সত্যি বলতে, জয়টা ফেইনুর্ডেরই প্রাপ্য। তারা সর্বোচ্চ দিয়ে লড়াই করেছে এবং অনেক দৌড়েছে।”
“আমরা অনেক সুযোগ পেয়েছিলাম। মনে হয়, আমরা এক, দুই কিংবা তারও বেশি গোল করতে পারতাম। ফেইনুর্ড তাদের সুযোগগুলো ভালোভাবে কাজে লাগিয়েছে।”
নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও যথেষ্ট ভালো পারফরম্যান্স করতে পারেনি বায়ার্ন। কোম্পানির মতে, প্রতিপক্ষের গোলমুখে একদমই ভালো ছিল না তারা।
“ছেলেদের আজকের ব্যক্তিগত ও সম্মিলিত পারফরম্যান্স দলের জন্য যথেষ্ট ছিল না। আমরা পরিশ্রম করেছি, সবটুকু উজাড় করে দিয়েছি; কিন্তু পারফরম্যান্স যথেষ্ট ভালো হয়নি। কিছু সুযোগ পেয়েছিলাম, যেগুলোয় আমরা গোল করতে পারতাম। কিন্তু আমরা সেগুলোর পরিপূর্ণতা দিতে পারিনি।”
ইউরোপ সেরার প্রতিযোগিতায় সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে বায়ার্ন। সরাসরি শেষ ষোলোয় খেলার আশা এখনও কিছুটা বেঁচে আছে তাদের। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাটিস্লাভার মুখোমুখি হবে তারা।