চ্যাম্পিয়ন্স লিগ
শেষ ষোলোয় সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের প্রস্তুতির ওপর জোর দিলেন বার্সেলোনা কোচ।
Published : 30 Jan 2025, 06:49 PM
সুযোগ এসেছিল শীর্ষে থেকে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব শেষ করার। তবে আতালান্তার বিপক্ষে দুই দফায় এগিয়ে গিয়েও পয়েন্ট হারানোয় দ্বিতীয় হয়েছে বার্সেলোনা। ইউরোপ সেরার প্রতিযোগিতায় দলের সামগ্রিক পারফরম্যান্স ও ফলাফলে অবশ্য খুশি দলটির কোচ হান্সি ফ্লিক। তবে আরও উন্নতির সুযোগ দেখছেন তিনি।
ঘরের মাঠে বুধবার প্রথম পর্বের শেষ রাউন্ডে আতালান্তার সঙ্গে ২-২ ড্র করে বার্সেলোনা। একই সময়ে অন্য ম্যাচে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ৩-২ গোলে হারে শীর্ষে থাকা লিভারপুল। নিজেদের ম্যাচ জিতলে গোল ব্যবধানে চূড়ায় উঠত বার্সেলোনা।
৮ ম্যাচে ৬ জয় ও এক ড্রয়ে কাতালান দলটি ১৯ পয়েন্ট নিয়ে হয়েছে দ্বিতীয়। প্রথম সাত ম্যাচ জয়ী লিভারপুলের ২১ পয়েন্ট।
নতুন আঙ্গিকের ৩৬ দলের আসরে শুরুটা যদিও ভালো ছিল না বার্সেলোনার। প্রথম ম্যাচে মোনাকোর মাঠে ২-১ গোলে হেরেছিল তারা। এরপর ঘুরে দাঁড়িয়ে তারা জিতে নেয় টানা ছয় ম্যাচ।
সেই ধারা প্রথম পর্বের শেষ ম্যাচে ধরে রাখতে না পারলেও দলের সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় সন্তুষ্ট ফ্লিক। একই সঙ্গে উন্নতি করার জায়গাও দেখিয়ে দিলেন এই জার্মান কোচ।
“লিগ পর্বে দ্বিতীয় হতে পারায় আমি খুশি। আমার মনে হয়, দলের জন্য দারুণ সাফল্য এটি। আজ (বুধবার) কঠিন ম্যাচ ছিল। আমরা আরও কিছুটা ভালো করতে পারতাম; তবে সামগ্রিক ফলাফল এবং দ্বিতীয় স্থান অর্জনে আমরা সন্তুষ্ট। অবশ্যই দারুণ একটি ফুটবল ম্যাচ হলো, কারণ আতালান্তা ওয়ান-অন-ওয়ানে ভালোভাবে রক্ষণ সামলেছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি।”
“এখানেই আমাদের উন্নতি করতে হবে, রক্ষণ নিয়ে কাজ করতে হবে। এই পজিশনে থেকে শেষ করতে পেরে আমরা খুশি। কিন্তু আমাদের অনেক কিছু নিয়ে কাজ করতে হবে। আমাদের আরও উন্নতির সম্ভাবনা আছে এবং এখন আমাদের আরও অনুশীলন করার জন্য বাড়তি এক সপ্তাহ সময় থাকবে (প্লে-অফ এড়াতে পারায়)।”
পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।
প্লে-অফের ড্র হবে শুক্রবার। শেষ ষোলোয় মোনাকো, ব্রেস্ত, পিএসজি অথবা বেনফিকার যেকোনো একটিকে প্রতিপক্ষ হিসেবে পাবে বার্সেলোনা। তবে সেসব নিয়ে এখনই মাথা ঘামাতে চান না ফ্লিক।
“কী ঘটবে, তা জানতে আমাদের শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। সম্ভাব্য প্রতিপক্ষ (নিয়ে না ভেবে) কঠোর পরিশ্রম করা বেশি গুরুত্বপূর্ণ। যাই ঘটুক না কেন, আমাদের কাছে প্রস্তুতির জন্য এখন বাড়তি দুই সপ্তাহ সময় আছে।”