চ্যাম্পিয়ন্স লিগ
বরুশিয়া ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা।
Published : 12 Dec 2024, 04:49 PM
লা লিগায় গত কয়েক রাউন্ড ধরে ভীষণ বাজে সময় কাটছে বার্সেলোনার। তবে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পথচলা অব্যাহত রয়েছে তাদের। বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে টানা পঞ্চম জয়ের স্বাদ পেয়েছে স্প্যানিশ দলটি। এবারের জয়টা শক্ত প্রতিপক্ষের মাঠে বলেই বেশি খুশি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে বুধবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে জেতে বার্সেলোনা। সবগুলো গোলই হয় দ্বিতীয়ার্ধে।
বার্সেলোনা দুই দফায় এগিয়ে যাওয়ার পর প্রতিবারই ডর্টমুন্ডকে সমতায় ফেরান গুরাসি। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ফেররান তরেসের গোল গড়ে দেয় ব্যবধান। দ্বিতীয়ার্ধে বদলি নেমে ১০ মিনিটের মধ্যে দুটি গোল করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। প্রথম গোলটি করেন রাফিনিয়া।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় ডর্টমুন্ডের বিপক্ষে আগের চারবারের দেখায় বার্সেলোনার জয় ছিল দুটি, আর দুটিই ছিল নিজেদের মাঠে। ইদুনা পার্কে তাদের আগে দুই ম্যাচই ড্রয়ে শেষ হয়েছিল।
অবশেষে এই মাঠে জয়ের স্বাদ পেল বার্সেলোনা। অন্যদিকে, আসরে ঘরের মাঠে তিন ম্যাচে ডর্টমুন্ডের প্রথম হার এটি।
মোনাকোর মাঠে হেরে আসর শুরুর পর বার্সেলোনার আগের চার জয়ের তিনটি ছিল ঘরের মাঠে। অ্যাওয়ে ম্যাচে জিতেছিল কেবল রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে। প্রথমবার শক্ত কোনো প্রতিপক্ষের মাঠে জিতল তারা। ইদুনা পার্কে জয় বার্সেলোনা কোচের কাছে তাই বিশেষ কিছু।
“আমি মনে করি, আমরা সত্যিই ভালো খেলেছি। বল পায়ে আমরা দুর্দান্ত ছিলাম এবং তারা ১-১, এরপর ২-২ সমতা ফেরানোর পরও আমরা দৃঢ় ছিলাম। এখানে জেতা সত্যিই স্পেশাল।”
জয়ের নায়ক ফেররানের পারফরম্যান্সেও মুগ্ধ ফ্লিক। ৭১তম মিনিটে তরেসকে নামানোসহ একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন জার্মান কোচ। মাঠে নামার চার মিনিটের মাথায় নিজের প্রথম গোলে দলকে দ্বিতীয়বার এগিয়ে নেন এই তরুণ।
পেশির চোটে এই মৌসুমে দলের আটটি ম্যাচে তিনি খেলতে পারেননি। ফেরার পর থেকে দারুণ ছন্দে আছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। সবশেষ তিন ম্যাচে তার গোল চারটি।
“তার জন্য আমি সত্যিই খুশি, কারণ ফের্মিন লোপেসের মতো তার মানসিকতাও দারুণ। সে সবসময় ইতিবাচক থাকে, এমনকি চোটে পড়লেও।”
লা লিগায় সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে কেবল একটিতে জিতলেও শীর্ষেই আছে বার্সেলোনা। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে দুই নম্বরে উঠে এসে সরাসরি শেষ ষোলোয় ওঠার পথে আরেক ধাপ এগিয়ে গেছে তারা।