চোটের কারণে নিয়মিত দলের বেশ কজন ফুটবলারকে ছাড়া মাঠে নামা ম্যানচেস্টার সিটি হেরে গেছে বোর্নমাউথের কাছে।
Published : 03 Nov 2024, 12:43 PM
অনেক দিন পর ডাগআউটে দেখা গেল কেভিন ডে ব্রুইনেকে। তবে শেষ পর্যন্ত এ দিনও মাঠে নামা হলো না ম্যানচেস্টার সিটির প্রাণ ভ্রোমরার। আরও একগাদা ফুটবলার তো ডাগআউটে বসার অবস্থাতেই নেই! সব মিলিয়ে চোটে জর্জর ম্যানচেস্টার সিটি হেরে গেল বোর্নমাউথের কাছে। তবে দলের পরাজয়ের পেছনে চোটাঘাতকে দায় দিলেন না কোচ পেপ গুয়ার্দিওলা।
ডে ব্রুইনে ছাড়াও চোটের কারণে মাঠের বাইরে জ্যাক গ্রিলিশ, রদ্রি ও অস্কার বব। এই ম্যাচের আগে গুয়ার্দিওলা জানান, রুবেন দিয়াস ও জন জোন্সও একটু লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন। চোট-সমস্যা নিয়ে সিটি বেশ বাজে অবস্থায় আছে, আগেই বলেছিলেন কোচ।
জোড়াতালি দেওয়া দল নিয়ে খেলে বোর্নমাউথের মাঠে শনিবার ২-১ গোলে গেরে গেছে গুয়ার্দিওলার দল।
ম্যাচের পর চোটের প্রসঙ্গ এলো অবধারিতভাবেই। ছিটকে পড়াদের ছাড়াও ছোটখাটো চোট আছে আরও অনেকের, যাদের কয়েকজন এই ম্যাচেও খেলেছেন। তবে এসবকে কারণ দেখাতে নারাজ ম্যানচেস্টার সিটি কোচ।
“জানি নাম কী হতে পারত (সবাই ফিট থাকলে)। এতগুলো ফুটবলার চোটে না পড়লে জিততাম, এটা বলতে পারলে ভালোই লাগবে আমার। তবে সত্যি বলতে, কেউ জানে না কী হতে পারত। এই ছেলেরা নিজেদের সবটুকু দিয়েই খেলেছে, কিন্তু এই মুহূর্তে ওই দলের সামনে তা যথেষ্ট হয়নি।”
সিটির জন্য কিছুটা স্বস্তির, চোট কাটিয়ে এ দিন মাঠে ফেরেন কাইল ওয়াকার। তবে তিনি খুব আদর্শ অবস্থায় ফেরেননি। বাধ্য হয়ে এই ডিফেন্ডারকে নামাতে হয়েছে, ফুটে উঠল কোচের কথায়।
“১৬ দিনের মধ্যে একটি ট্রেনিং সেশনেও আমাদের সঙ্গে ছিল না কাইল (ওয়াকার)। শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে আজকে মাঠে নেমেছে সে।”
“এই হার স্রেফ এসবের (চোট) ব্যাপার নয়। ওরা (বোর্নমাউথ) ভালো খেলেছে, প্রথমার্ধে ওদেরকে সামলানো ছিল কঠিন। দ্বিতীয়ার্ধে আমর বেশ ভালো ছিলাম।”
সবাই ফিট থাকলে ছোটখাটো চোট আক্রান্তদের কয়েকজনকে বিশ্রাম দিতে পারত সিটি, বলছেন কাইল ওয়াকার। তবে কোচের মতো তিনিও চোটকে দায় দিচ্ছেন না।
“সম্ভভত এটাই আদর্শ হতো (কয়েকজনকে বিশ্রাম দিতে পারলে), তবে আমরা তো সেই অবস্থায় নেই এখন। এসবকে অজুহাত হিসেবেও দেখত চাই না। বোর্নমাউথকে পূর্ণ কৃতিত্ব দিতেই হবে।”