ইংলিশ ফুটবল
আর্সেনাল ম্যাচের আগে প্রতিপক্ষের তুলনায় নিজেদের পিছিয়ে রাখতে দ্বিধা করলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হুবেন আমুরি।
Published : 04 Dec 2024, 07:19 PM
একের পর এক বাজে পারফরম্যান্সে কেবলই পেছন পানে ছুটে চলা ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে শুরুটা বেশ ভালোই হয়েছে হুবেন আমুরির। তার কোচিংয়ে তিন ম্যাচ খেলে অপরাজিত আছে দলটি, জিতেছে সবশেষ দুটিতে। শুরুর এই চমৎকার প্রাপ্তির পরও, ক্লাব সমর্থকদের কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দিলেন পর্তুগিজ কোচ।
ব্যর্থতার গণ্ডিতে ঘুরপাক খেয়ে এবারের প্রিমিয়ার লিগে ক্রমেই নিচের দিকে যাচ্ছিল ইউনাইটেড। সেই দায়েই কোচ এরিক টেন হাগকে ছাঁটাই করে তারা। মাঝে কিছুদিনের অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়ের পর পূর্ণমেয়াদে দায়িত্ব পেয়েছেন আমুরি।
৩৯ বছর বয়সী এই কোচের হাত ধরে গত রোববার প্রিমিয়ার লিগে এভারটনকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ইউনাইটেড; ২০২১ সালের পর থেকে এটাই লিগে তাদের সবচেয়ে বড় জয়।
এবারের প্রিমিয়ার লিগে সবশেষ চার রাউন্ডে হারেনি ইউনাইটেড, অধারাবাহিক পথচলায় যা তাদের জন্য আশাব্যাঞ্জক বটে। তবে আসরে এখন পর্যন্ত টানা দুটি ম্যাচে জয়ের স্বাদ পায়নি তারা। এবার এই অধারাবাহিকতা দূর করতে চায় দলটি।
তবে সেজন্য তাদের কঠিন পরীক্ষায় উৎরাতে হবে, সামনের প্রতিপক্ষ যে গত দুইবারের রানার্সআপ এবং এবারও পয়েন্ট টেবিলের দুই নম্বরের দল আর্সেনাল। বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া দুইটায় আর্সেনালের মাঠে শুরু হবে ম্যাচটি।
মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগের দিন সংবাদ সম্মেলনে আমুরি কণ্ঠে মিশে রইল কঠিন বাস্তবতার ছোঁয়া। আবার সময়ের সঙ্গে তার দল যে সেরা অবস্থায় ফিরবে, সেই আশাও দেখালেন তিনি।
“আমি ভিন্ন কিছু বলতে চাই, কিন্তু আমাকে আবারও বলতে হচ্ছে: ঝড় আসবে।”
“আপনারাও এমন অভিব্যক্তি প্রকাশ করবেন কি-না, আমি জানি না। তবে সামনে আমাদের কঠিন সময় আসবে, আবার কিছু ম্যাচে আমরা নিজেদের খুঁজেও পাব। আমি এটা জানি, কারণ আমি আমার খেলোয়াড়দের সম্পর্কে জানি এবং আমি ফুটবল বুঝি ও ফুটবল অনুসরণ করি। আমরা এমন একটা ধাপে আছি, যেখানে আমরা দলের মধ্যে ছোট ছোট বিষয় যোগ করছি, অনুশীলন ছাড়া।”
স্পোর্তিং লিসবনে দারুণ সফল অধ্যায় শেষে ইউনাইটেডে যোগ দিয়ে শুরুতেই অবশ্য আমুরি বলেছিলেন, তার কৌশলের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে খেলোয়াড়দের। তাই এখনই খুব দূরে তাকাতে চান না তিনি।
“আসুন, প্রতি ম্যাচ ধরে ধরে আমরা এগোই, পারফরম্যান্সের উন্নতিতে নজর দেই, ম্যাচ জয়ের চেষ্টা করি। এটাই আমাদের মূল লক্ষ্য। আমি জানি, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়া এবং সংবাদ সম্মেলনে এসব বলা অনেক কঠিন।”
“পরিস্থিতি যাই হোক, আমরা সবসময় জিততে চাই এবং আমরা জয়ের চেষ্টা করবও। তবে আমরা জানি যে, আর্সেনালের সঙ্গে তুলনা টানলে বর্তমানে আমরা অন্যরকম অবস্থায় আছি।”
১৩ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে লিগে টেবিলে নবম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ২৫।