কোপা দেল রে
দলের মূল গোলরক্ষক চোট পেয়ে মাঠ ছাড়ার পর গ্লাভস হাতে নিয়ে দারুণ পারফরম্যান্স উপহার দেন বার্সেলোনার সাবেক গোলরক্ষক ফ্রান্সেস্ক আর্নাউয়ের ছেলে, ১৯ বছর বয়সী পল আর্নাউ।
Published : 05 Dec 2024, 07:48 PM
ম্যাচের অতিরিক্ত সময়ে চোট পেয়ে মাঠ ছাড়লেন দলের মূল গোলরক্ষক। ততক্ষণে নিয়ম অনুযায়ী সব বদলি খেলোয়াড় নামিয়ে ফেলেছেন কোচ। উপায়ন্তর না দেখে ডিফেন্ডার পল আর্নাউ গোলপোস্টে দাঁড়িয়ে গেলেন গ্লাভস হাতে। বাকি সময়ে দুটি এবং পরে টাইব্রেকারে একটি সেভ করে দলকে জেতালেন তিনিই!
কোপা দেল রের দ্বিতীয় রাউন্ডে এমন চমক জাগানিয়া পারফরম্যান্স উপহার দেন আর্নাউ। চমক উপহার দেয় তার দল লোগরোনিয়েসও। স্প্যানিশ ফুটবলের চতুর্থ বিভাগের এই দল কোপা দেল রে থেকে বিদায় করে দেয় গত মৌসুমে লা লিগার চমক জিরোনাকে।
ঘরের মাঠে বুধবার রাতে মূল ম্যাচ গোলশূন্য সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জেতে লোগরোনিয়েস।
চোট পেয়ে ১০৫তম মিনিটে মাঠ ছেড়ে যান তাদের মূল গোলরক্ষক এনরিক রায়ো। এরপর গোলপোস্টে দাঁড়ান আর্নাউ, যিনি ২০২১ সালে মারা যাওয়া বার্সেলোনা ও মালাগার সাবেক গোলরক্ষক ফ্রান্সেস্ক আর্নাউয়ের ছেলে।
অতিরিক্ত সময়ে দুটি সেভ করার পর টাইব্রেকারে জিরোনার স্ট্রাইকার আবেল রুইসের শট ঝাঁপিয়ে ঠেকান তিনি। এছাড়া ক্রসবারে বল মারেন ক্রিস্তিয়ান স্তুয়ানি।