মালয়েশিয়া ওপেন অ্যাথলেটিক্স
বাংলাদেশের গৌরাঙ্গ রায় ও সৌরভ মিয়া রুপা জিতেছেন নিজেদের ইভেন্টে।
Published : 15 Jun 2024, 07:55 PM
ছায়া মাটা মালয়েশিয়ান ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়েছেন বাংলাদেশের অ্যাথলেটরা। তিন হাজার মিটার স্টিপলচেজে আল আমিন হয়েছেন সেরা। হ্যামার থ্রোয়ে গৌরাঙ্গ রায় এবং পোল ভল্টে সৌরভ মিয়া পেয়েছেন রুপা।
মালয়েশিয়ার পাহাংয়ের দারুল মাকমুর কুয়ানতান স্টেডিয়ামে স্টিপলচেজে আল আমিন সোনা জিতেছেন ৯ মিনিট ৩২ দশমিক ৩৯ সেকেন্ড সময় নিয়ে।
গৌরাঙ্গ রায় হ্যামার থ্রো ইভেন্টে ৫০ দশমিক ২৮ মিটার দূরত্ব অতিক্রম করে রুপা জিতেছেন। দেশের বাইরে এই প্রথম হ্যামার থ্রো ইভেন্টে বাংলাদেশ প্রথম পদক পেল।
পোল ভল্ট ইভেন্টে রুপা জেতা সৌরভ লাফিয়েছেন ৪ দশমিক ৪০ মিটার। পদকজয়ী তিন অ্যাথলেটই বাংলাদেশ সেনাবাহিনীর।
এই প্রতিযোগিতায় এশিয়ার ১০টি দেশ অংশগ্রহণ করছে।