স্প্যানিশ ফুটবল
রেয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ঘোচাতে খেলোয়াড়দের জয়ের ধারা অব্যাহত রাখার তাগিদ দিলেন হান্সি ফ্লিক।
Published : 03 Feb 2025, 04:47 PM
আলাভেসের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে পারেনি বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত তিন পয়েন্ট আদায় করে নিতে পেরেছে তারা। আগের দিন রেয়াল মাদ্রিদ হেরে যাওয়ায়, শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমাতে যেকোনো ভাবে জয়টাই বেশি গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
ঘরের মাঠে রোববার লা লিগার ম্যাচটি ১-০ গোলে জেতে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে গোলটি করেন পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।
অবনমন অঞ্চলের দল আলাভেসের জমাট রক্ষণের সামনে প্রথমার্ধে সুবিধা করতে পারেনি বার্সেলোনা। এই সময়ে গোলের জন্য মাত্র ৩টি শট নিয়ে একটি লক্ষ্য রাখতে পারে তারা। সেটিও ৪৩তম মিনিটে। সেখানে বিরতির পর ৮টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে কাতালান দলটি।
ফ্লিক জানতেন লড়াইটা কঠিন হবে। তবে তিন পয়েন্ট তুলে নিতে পেরে সন্তুষ্ট এই জার্মান কোচ। দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সেও খুশি তিনি।
“ম্যাচটা কঠিন ছিল, তবে রেয়াল মাদ্রিদের হেরে যাওয়ার পর তিন পয়েন্ট অর্জন করাটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। কঠিন ম্যাচে আমরা খুব ভালো প্রতিক্রিয়া দেখিয়েছি। আলাভেস খুব ভালোভাবে রক্ষণ সামলেছে।”
আগের দিন এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় রেয়াল। গতবারের চ্যাম্পিয়নদের সঙ্গে বার্সেলোনার ব্যবধান নেমে এসেছে ৪ পয়েন্টে। ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রেয়াল, ৪৮ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে, ৪৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে আছে।
আলাভেস ম্যাচের আগে ফ্লিক বলেছিলেন, জয়ের ধারায় থেকে রেয়ালের ওপর চাপ তৈরি করতে চান তারা। একই কথা আবার বললেন তিনি।
“আতলেতিকো ও রেয়াল দুর্দান্ত দল... আমাদের নিজেদের কাজ করতে হবে। আমরা কিছু পয়েন্ট পিছিয়ে আছি, তাই আমাদের জিততে হবে। তাদের ওপর চাপ তৈরি করতে হবে।”
লেভানদোভস্কি গোল পাওয়ায় খুশি ফ্লিক। ২১ ম্যাচে ১৮ গোল নিয়ে এবারের লা লিগার সর্বোচ্চ স্কোরার ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার।
“সে (লেভানদোভস্কি) বক্সে সেরা নাম্বার নাইন এবং আজ আমাদের জন্য তার গোল করা খুবই গুরুত্বপূর্ণ ছিল।”
লেভানদোভস্কির গোলে সহায়তা করেন লামিনে ইয়ামাল। ম্যাচজুড়ে দারুণ খেলা ১৭ বছর বয়সী এই উইঙ্গারের পারফরম্যান্সেও মুগ্ধ বার্সেলোনা কোচ।
“আজ কিছু পরিস্থিতিতে সে (ইয়ামাল) যা করেছে, তা অবিশ্বাস্য। আমি খুব খুশি যে, সে বার্সার হয়ে খেলছে।”