আন্তর্জাতিক ফুটবল
জাতীয় দল থেকে তারকা এই মিডফিল্ডারের কিছু দিনের বিশ্রাম চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেলজিয়াম কোচ দমিনিকো তেদেস্কো।
Published : 04 Oct 2024, 05:36 PM
চোট থেকে সেরে ওঠার লড়াই চলছে কেভিন ডে ব্রুইনের। সঙ্গে ঠাসা সূচির ধকল তো আছেই। শরীরকে তাই কিছুটা বাড়তি বিশ্রাম দিতে চান বেলজিয়ামের তারকা মিডফিল্ডার। সেজন্য জাতীয় দল থেকে বিরতি চেয়েছেন তিনি।
নেশন্স লিগের আসছে দুই ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেছেন বেলজিয়াম কোচ দমিনিকো তেদেস্কো। ওই সময়ই ডে ব্রুইনের বিশ্রাম চাওয়ার কথাটি নিশ্চিত করেছেন তিনি।
আগামী বৃহস্পতিবার ইতালির বিপক্ষে খেলবে বেলজিয়াম। এর তিন দিন পর ১৪ অক্টোবর তারা মাঠে নামবে ফ্রান্সের বিপক্ষে। এই দুই ম্যাচ তো বটেই, নভেম্বরে ইতালি ও ইসরায়েলের বিপক্ষে নেশন্স লিগের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচেও ডে ব্রুইনেকে পাবে না ‘রেড ডেভিল’ খ্যাত দলটি।
গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে চোট পান ম্যানচেস্টার সিটি তারকা ডে ব্রুইনে। প্রথমার্ধের শেষ দিকে জ্যাক গ্রিলিশের থ্রু বল ধরার জন্য ছুটতে গিয়ে পায়ের পেশিতে টান লাগে তার। মাঝমাঠের সবচেয়ে বড় ভরসাকে দ্বিতীয়ার্ধে আর নামাননি সিটি কোচ গুয়ার্দিওলা।
ওই চোটে সিটির সবশেষ চার ম্যাচে খেলতে পারেননি ডে ব্রুইনে। আন্তর্জাতিক বিরতির আগে তাকে পাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন ইংলিশ ক্লাবটির কোচ গুয়ার্দিওলা।
গত সেপ্টেম্বরে নেশন্স লিগের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে হারের পর জাতীয় দলের সতীর্থদের মানসিকতা, নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডে ব্রুইনে। সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়েও তখন সংশয় প্রকাশ করেন ৩৩ বছর বয়সী ফুটবলার।
এবার বেলজিয়ামের দলে ডে ব্রুইনে না থাকায় তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আরও উচ্চকিত হচ্ছে। তবে সংবাদ সম্মেলনে তেদেস্কো নিশ্চিত করেছেন, ২০২৬ সালের বিশ্বকাপ খেলতে চান ডে ব্রুইনে।
“কেভিনের সঙ্গে আমার দীর্ঘ ফোনালাপ হয়েছে। তার চোট আছে, তবে রেড ডেভিলদের (বেলজিয়াম) হয়ে খেলা চালিয়ে যেতে এবং ২০২৬ সালে বিশ্বকাপ খেলতে সে খুবই অনুপ্রাণিত।”
“শরীরের যত্ন নেওয়ার জন্য (জাতীয় দলের) এই ক্যাম্প এবং নভেম্বরের ক্যাম্প থেকেও নিজেকে সরিয়ে নিতে চাইছে সে। ক্লাব বিশ্বকাপের কারণে সূচি আরও ব্যস্ত হয়ে উঠেছে। এ কারণে সে এখন এবং নভেম্বরে খেলতে চায় না। তবে যখন তাকে খুব প্রয়োজন হবে -বিশ্বকাপে- তখন সে থাকবে।”
গত মাসে ফ্রান্স ম্যাচ শেষে ডে ব্রুইনের ক্ষুব্ধ প্রতিক্রিয়াকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন তেদেস্কো। একই কথা আরেকবার বললেন বেলজিয়ামের কোচ।
“কেভিন বড় খেলোয়াড়, তার ব্যক্তিত্বও বিশাল। গত ম্যাচে যা হয়েছে তারপর আমরা কথা বলেছি। অবশ্যই সে আবেগপ্রবণ ছিল, সবসময় জিততে চায়। তবে সে কখনো গণমাধ্যমে কারো নাম উল্লেখ করে কিছু বলেনি।”
“সংবাদ মাধ্যমে এটা বড় খবর হয়ে উঠেছে, কারণ এটি কেভিন বলেছে। তবে ড্রেসিংরুমে এটা বড় কোনো বিষয় নয়।”