স্প্যানিশ ফুটবল
রেয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ঘোচানোর লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানালেন হান্সি ফ্লিক।
Published : 01 Feb 2025, 10:00 PM
লা লিগায় টানা চার ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ের পথে ফিরেছে বার্সেলোনা। আসছে ম্যাচে আলাভেসকে হারিয়ে সেই ধারা ধরে রাখতে চান হান্সি ফ্লিক। পাশাপাশি শীর্ষে থাকা রেয়াল মাদ্রিদের ওপর চাপ তৈরি করার লক্ষ্য বার্সেলোনা কোচের।
ঘরের মাঠে রোববার অবনমন অঞ্চলের একটু ওপরে থাকা আলাভেসের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।
এই মৌসুমে লিগে একের পর এক জয়ে একসময়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বার্সেলোনা। তিনে নেমে গিয়েছিল রেয়াল। এখন বদলে গেছে সেই চিত্র। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল। কয়েক ম্যাচে হোঁচট খেয়ে বার্সেলোনা তিনে নেমে গেছে, চিরপ্রতিদ্বন্দ্বিদের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে তারা।
আলাভেস ম্যাচের আগে সেই ব্যবধান ঘোচানোর লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানালেন ফ্লিক।
“আমরা অনেক পয়েন্ট হারিয়েছি। আশা করি, পরপর কয়েকটি ম্যাচ জিততে পারব আমরা। মাদ্রিদের ওপর চাপ তৈরি করার জন্য আমাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সাত পয়েন্টের ব্যবধান সহজ নয়, তবে আমরা লড়াই চালিয়ে যাব।”
বার্সেলোনা মাঠে নামার আগেই অবশ্য ব্যবধানটা ১০ পয়েন্টে নিয়ে যাওয়ার সুযোগ রেয়ালের সামনে। শনিবার রাতে এস্পানিওলের মাঠে খেলবে কার্লো আনচেলত্তির দল।
নিজেদের সবশেষ ম্যাচে ঘরের মাঠে ভালেন্সিয়াকে ৭-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। আলাভেস ম্যাচ একইরকম হবে না বলে মনে করেন ফ্লিক। দলটি অবনমন এড়ানোর জন্য লড়াই করলেও তাদের নিয়ে সতর্ক এই জার্মান কোচ।
“প্রতিটি ম্যাচই ভিন্ন, তবে আমরা জিততে চাই। আমরা জানি, আমাদের ভালোভাবে রক্ষণ সামলাতে হবে, ক্লিন শিট রাখতে হবে, গোল করার সুযোগ তৈরি করতে হবে এবং তিন পয়েন্ট অর্জন করতে হবে। সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে তারা প্রথম ১০ মিনিটেই গোল করেছে, তাই আমাদের সতর্ক থাকতে হবে।”