বাফুফে
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী মেয়েদের দেড় কোটি টাকা পুরস্কার দ্রুত তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে, বললেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।
Published : 11 Dec 2024, 08:43 PM
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠকে রেফারিজ একাডেমি স্থাপন, রেফারিদের ভাতাবৃদ্ধিসহ ২৯টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। কিন্তু উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী মেয়েদের হাতে পূর্বে ঘোষিত দেড় কোটি টাকা অর্থ পুরস্কার এবং মেয়াদ শেষের পথে থাকা জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা ও মেয়েদের সাফ জয়ী কোচ পিটার জেমস বাটলারের চুক্তির বিষয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করতে পারেনি নির্বাহী কমিটি।
বাফুফে ভবনে বুধবার নির্বাহী কমিটি বৈঠকে বসে। ঘণ্টা তিনেকের আলোচনা শেষে বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সংবাদ সম্মেলনে সাবিনা-মারিয়ারদের পুরস্কার, কাবরেরা-বাটলারকে নিয়ে বাফুফের পরিকল্পনা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
গত ৩০ অক্টোবর স্বাগতিক নেপালকে হারিয়ে মেয়েদের সাফের টানা দ্বিতীয় শিরোপা জেতে বাংলাদেশ। এরপর বাফুফের পক্ষ থেকে সাবিনা-ঋতুপর্নাদের দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা আসে। দেড় মাস হতে চললেও এখনও পুরস্কারের অর্থ পায়নি মেয়েরা। বাবু জানালেন, দ্রুততম সময়ে মেয়েদের হাতে তা তুলে দেওয়ার চেষ্টা চলছে।
“আজকে আমাদের অনেকগুলো এজেন্ডা ছিল। তিন ঘণ্টা ধরে মিটিং করেছি। আপনারা জানেন যে, এই টাকাটা (দেড় কোটি টাকা অর্থ পুরস্কার) আমাদের ভেতর থেকেই দেওয়া হবে। এজন্য আমাদেরকে একটু তাগাদা দেওয়া হয়েছে, যেন অতি তাড়াতাড়ি দিয়ে দিতে পারি। সভাপতিই আমাদের তাগাদা দিয়েছেন।”
আগামী ৩১ ডিসেম্বর চুক্তি শেষ হবে কাবরেরা ও বাটলারের। মেয়েদের সাফ জেতানো বাটলার ছুটি কাটাতে বর্তমানে ইংল্যান্ডে আছেন; তার ফেরার সম্ভাবনা নিয়ে আছে প্রশ্ন। বাবু জানালেন, আসছে সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন তারা।
“কোচ নিয়ে আলাপ হয়েছে। উনার (হাভিয়ের কাবরেরার) সময় ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত, কেবল, উনার নয়, পিটার বাটলারের সময়ও ৩১ ডিসেম্বর পর্যন্ত। এটা আগামী সাত দিনের মধ্যে সভাপতি মহোদয় আমাদের সাথে আবারও বসবেন, এই ব্যাপারটা নিয়ে সিদ্ধান্ত নেবেন।”
চলমান প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ভেন্যু নিয়ে সমালোচনা চলছে। বিশেষ করে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের কন্ডিশন নিয়ে অভিযোগ বেশি। মিডিয়া কমিটির চেয়ারম্যান জানালেন, গ্রাউন্ডস কমিটি দ্রুত এ বিষয়ে কাজ করবে।
“আমাদের গ্রাউন্ডস কমিটি সাত দিনের মধ্যে সম্পূর্ণ করা হবে। সব মিলিয়ে আরও চারটি কমিটি করা হবে। সাত দিনের মধ্যে তারা আমাদের সাথে বসবেন এবং যে সিদ্ধান্ত হবে, তা আপনাদের জানিয়ে দেওয়া হবে।”
এদিনের আলোচিত সিদ্ধান্ত ২৯টি জেলা ফুটবল অ্যাসোসিয়শনের (ডিএফএ) কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গড়ার প্রস্তাবের অনুমোদন। এমন সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে ৫ অগাস্টের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সরকার বদলের প্রসঙ্গ টানলেন বাবু।
“আমরা কিন্তু কোনো কিছু হালনাগাদ করি নাই। আমরা একটা মনিটরিং কমিটি করেছি, যেটার চেয়ারম্যান রাজবাড়ি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মঞ্জুরুল আলম দুলাল, উনার সাথে আরও চার জন আছেন। উনারা যারা ছিলেন, তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন, পর্যালোচনা করেছেন, এরপর এই প্রস্তাবনা আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা এখানে কোনো হাত দেইনি, অনুমোদন দিয়েছি।”
“আপনারা জানেন, বর্তমান পরিস্থিতিতির প্রেক্ষিতে, তাদের অনেককেই পাচ্ছি না। ৫ অগাস্টের ছাত্র আন্দোলনের পরে তাদের অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কমিটি ভেঙে দেওয়ার কারণ, অনিয়ম, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না…এই ২৯টি জেলার কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চিঠি দিয়েও জবাব পাওয়া যাচ্ছে না। যার পরিপ্রেক্ষিতে, আমরা অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছি।”