নুনেসের লাল কার্ডের পর ‘মৃত্যুর হুমকি পাচ্ছেন’ আনাসন

এমন কিছু বার্তার স্ক্রিনশট পোস্ট করে ইন্সটাগ্রাম ও প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আনাসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2022, 04:17 PM
Updated : 16 August 2022, 04:17 PM

মাঠের বিষয় এখন আর স্রেফ মাঠে নেই। দারউইন নুনেস ও ইওয়াখিম আনাসনের মধ্যে ধাক্কাধাক্কি এবং নুনেসের লাল কার্ড পাওয়ার ঘটনা গড়িয়েছে অনেক দূর। লিভারপুল সমর্থকরা তো বেজায় ক্ষেপেছেন ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডারের উপর। উত্তপ্ত পরিস্থিতির মধ‍্যে আনাসন জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ও তার পরিবারকে দেওয়া হচ্ছে মৃত্যুর হুমকি!

অ্যানফিল্ডে সোমবার প্যালেসের বিপক্ষে ১-১ ড্র করে লিভারপুল। ৫৬তম মিনিটে লাল কার্ড দেখেন নুনেস।

ওই কাণ্ডের শুরুতে ভূমিকা ছিল আনাসনের। ডেনমার্কের এই ডিফেন্ডারই আগে ধাক্কা মেরে উস্কে দিয়েছিলেন নুনেসকে। মেজাজ ধরে রাখতে পারেননি লিভারপুলের ফরোয়ার্ড; তিনিও পাল্টা ঢুস মেরে বসেন।

আনাসন বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ক্ষুব্ধ লিভারপুল ভক্তদের থেকে অনেক অপমানজনক বার্তা পেয়েছেন তিনি। যার মধ্যে রয়েছে মৃত্যুর হুমকিও। এমন কিছু বার্তার স্ক্রিনশট পোস্ট করে ইন্সটাগ্রাম ও প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণও করেছেন তিনি।

“গত রাতে প্রায় তিন-চারশ বার্তা পেয়েছি। বুঝতি পারছি আপনারা একটি দলকে সমর্থন করেন, কিন্তু সম্মানবোধ তো থাকা উচিত আর অনলাইনে এমন কাজ বন্ধ করুন। আশা করি ইন্সটাগ্রাম ও প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু করবে।”

নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে শুরুর দুই ম্যাচেই ড্র করে টেবিলে ১২তম স্থানে রয়েছে লিভারপুল।