গোল করার পর চেনা উদযাপন শেষে তিন আঙুল উঁচিয়ে গ্যালারিতে বসা ছেলের দিকে ইশারা করেন ক্রিস্তিয়ানো রোনালদো।
Published : 21 Sep 2024, 11:38 AM
পেনাল্টি থেকে গোল করে যথারীতি ছুটে গিয়ে 'Siuuu' উদযাপন করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সতীর্থদের সঙ্গে উদযাপনও হলো। এরপর তিনি আঙুল দিয়ে ইশারা করলেন গ্যালারির দিকে। পরমুহূর্তে তিন আঙুল উঁচিয়ে ধরলেন চওড়া হাসিতে। পরে আবার এক আঙুল দিয়ে ইশারা করলেন সেদিকেই। টিভি ক্যামেরায় ফুটে উঠল, গ্যালারি বসা ছেলের দিকে ইঙ্গিত করে রোনালদোর অমন ইশারা। ছেলেও তখন হেসে উঠলেন লাজুক মুখে।
সৌদি প্রো লিগে আল নাস্র ও আল ইত্তিফাকের ম্যাচের ঘটনা এটি। এই দৃশ্য দেখে সবার মনে কৌতূহল জাগারই কথা। পরে জানা গেল পেছনের গল্প।
এ দিনই আল নাস্রের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আল কাদিসিয়াহর বিপক্ষে ৪-০ গোলের জয়ে দুটি গোল করেন রোনালদো জুনিয়র। ছেলের দুই গোলের সঙ্গে বাবার এক গোল মিলিয়ে তিন গোল। ছেলের দিকে ইশারা করে সেটিই বোঝাচ্ছিলেন বাবা।
৩৩তম মিনিটে ওই গোলের পর ম্যাচে আর গোলের দেখা পাননি রোনালদো। তবে আল নাস্র ঠিকই পেয়েছে বড় জয়। আল ইত্তিফাকের মাঠে তারা জিতেছে ৩-০ গোলে। নতুন কোচ স্তেফানো পিওলির শুরুটা তাতে হয়েছে দারুণ।
প্রথমার্ধে গোল ছিল রোনালদোরটিই। দ্বিতীয়ার্ধে গোল করেন সালেম আল-নাজদি ও আন্দেরসন তালিস্কা।
সৌদি প্রো লিগের চলতি মৌসুমে রোনালদোর তৃতীয় গোল এটি। জাতীয় দল মিলিয়ে এই মৌসুমে আট ম্যাচে সাত গোল হয়ে গেল তার। ক্যারিয়ার গোল হলো ৯০২টি। হাজার গোলের স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেলেন আরেকটু।সৌদি লিগে এবার প্রথম তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল স্টিভেন জেরার্ডের আল ইত্তিফাক। পয়েন্ট টেবিলের তিনে আছে তারা। চার ম্যাচে দুই জয় দুই ড্রয়ে আট পয়েন্ট নিয়ে চারে রোনালদোরা।
তিন ম্যাচের প্রতিটিতেই জিতে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল হিলাল।