২০২৬ বিশ্বকাপ পর্যন্ত স্পেনের কোচ দে ফুয়েন্তে

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রধান কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল স্পেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2024, 03:09 PM
Updated : 22 Feb 2024, 03:09 PM

প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে স্পেন। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন ৬২ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। 

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে এই খবর। 

২০২২ বিশ্বকাপের শেষ ষোলোয় মরক্কোর কাছে হেরে স্পেনের বিদায়ের পর চাকরি হারানো লুইস এনরিকের স্থলাভিষিক্ত হন দে ফুয়েন্তে। তার কোচিংয়ে গত বছর প্রথমবারের মতো উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতে স্পেন। ফাইনালে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারায় তারা। 

বাছাই পেরিয়ে ২০২৪ ইউরোর মূল পর্বেও জায়গা করে নেয় দলটি। আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে বসবে ইউরোপ শ্রেষ্ঠত্বের এই আসর। 

দে ফুয়েন্তের সঙ্গে আগের চুক্তির মেয়াদ শেষ হতো আগামী জুনে। তার আগেই চুক্তির মেয়াদ বাড়ানো হলো। ফলে আসছে ইউরো এবং যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠেয় পরের বিশ্বকাপে স্পেনের ডাগআউটে দেখা যাবে তাকে।