ইংলিশ ফুটবল
টটেনহ্যামের এই মিডফিল্ডারকে সাত ম্যাচের নিষেধাজ্ঞা ছাড়াও বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।
Published : 18 Nov 2024, 08:41 PM
ক্লাব সতীর্থ সন হিউং-মিনকে নিয়ে বৈষম্যমূলক মন্তব্য করার অপরাধে শেষ পর্যন্ত পার পেলেন না রদ্রিগো বেন্তানকুর। তাকে সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
বহুল আলোচিত ঘটনাটি গত জুন মাসের। উরুগুয়ের টেলিভিশন অনুষ্ঠান ‘পর লা কামিসেতা’ তে কথা বলার সময় সনকে নিয়ে মজার ছলে বেন্তানকুর বলে বসেন, দক্ষিণ কোরিয়ার ‘সবাই দেখতে একই রকম।’ তার ওই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছোট্ট সেই ভিডিও ক্লিপে দেখা যায় ২৬ বছর বয়সী বেন্তানকুরের কাছে টটেনহ্যামের একজন খেলোয়াড়ের জার্সি চান অনুষ্ঠানের সঞ্চালক রাফা কোতেলো। উত্তরে উরুগুয়ের মিডফিল্ডার বলেন, “সনির (সন হিউং-মিন)?” সঙ্গে যোগ করেন, “এটা কিন্তু সনির কাজিনও হতে পারে, যেহেতু তারা দেখতে সবাই একই রকম।”
ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে এবং সমালোচনা শুরু হলে নিজের ভুল বুঝতে পারেন বেন্তানকুর। সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে সনের কাছে ক্ষমা চান তিনি। দক্ষিণ কোরিয়ার অধিনায়ক তাকে ক্ষমা করেও দেন।
সতীর্থকে অপমান করেও কিছু বলেননি বলে দাবি করেন উরুগুয়ের মিডফিল্ডার। কিন্তু এফএ-এর স্বাধীন রেগুলেটরি কমিশন আপত্তিকর আচরণের কারণে তাকে কঠিন শাস্তিই দিল। তার এই মন্তব্য ফুটবলের প্রতিও অসম্মান বলে মনে করে সংস্থাটি। তাকে এক লাখ পাউন্ড জরিমানাও করা হয়েছে।
গত শনিবার কলম্বিয়ার বিপক্ষে উরুগয়ের ৩-২ গোলে জয়ের ম্যাচে খেলা বেন্তানকুর টটেনহ্যাম হটস্পারের ইউরোপা লিগের ম্যাচও খেলতে পারবেন। তবে ক্লাবের ঘরোয়া ফুটবলে আগামী ২৬ ডিসেম্বরের আগে ফিরতে পারবেন না তিনি।
এই সময়ে প্রিমিয়ার লিগে আগামী শনিবার ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি ছাড়াও আরও কয়েকটি দলের বিপক্ষে খেলতে পারবেন না বেন্তানকুর। এছাড়া লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে থাকবেন না তিনি।