স্প্যানিশ ফুটবল
এই ক্লাবে পর্তুগিজ মহাতারকা যা অর্জন করেছেন, এমবাপেরও তা অর্জনের সম্ভাবনা আছে বলে মনে করেন কোচ কার্লো আনচেলত্তি।
Published : 31 Mar 2025, 07:44 PM
রেয়াল মাদ্রিদে শুরুর দিকে মানিয়ে নিতে একটু ভুগলেও এখন দুর্বার গতিতে ছুটছেন কিলিয়ান এমবাপে। ইউরোপের সফলতম দলটিতে অভিষেক মৌসুমে সবচেয়ে বেশি গোলের তালিকায় ফরাসি ফরোয়ার্ড স্পর্শ করেছেন ক্রিস্তিয়ানো রোনালদোকে। এই ক্লাবে পর্তুগিজ মহাতারকা যা অর্জন করেছেন, এমবাপের মাঝেও সেই সম্ভাবনা আছে বলে মনে করেন কোচ কার্লো আনচেলত্তি।
সান্তিয়াগো বের্নাবেউয়ে গত শনিবার লা লিগার ম্যাচে লেগানেসের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন এমবাপে। এই মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল এখন ৩৩টি।
রেয়ালে শুরুর মৌসুমে ৩৩ গোল করেছিলেন রোনালদোও। সমান সংখ্যক গোল করেছিলেন আরও একজন, রুড ফন নিস্টলরয়। স্প্যানিশ ক্লাবটির জার্সিতে অভিষেক মৌসুমে তাদের চেয়ে বেশি গোল আছে কেবল একজনের, চিলির কিংবদন্তি ইবান সামোরানোর ৩৭ গোল।
শুরুর সেই পথ ধরে সময়ের পরিক্রমায় রেয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান রোনালদো। চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগাসহ জেতেন মোট ১৬টি শিরোপা।
রেয়ালে শুরুর মৌসুমে রোনালদোর গোলসংখ্যা ছুঁয়ে ফেলা এমবাপে কি ইতিহাসের সেরা হবেন? সোমবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে আনচেলত্তি তুলে ধরলেন তার ভাবনা।
“বিভিন্ন (সময়ের) খেলোয়াড়দের তুলনা করা কঠিন। আমি আশা করতে পারি যে, রেয়াল মাদ্রিদে ক্রিস্তিয়ানো রোনালদো যা অর্জন করেছে, এমবাপেও তা অর্জন করতে পারবে। তার সম্ভাবনা আছে। এর অর্থ হলো ক্রিস্তিয়ানোর মতো কিংবদন্তি হবে সে।”
এমবাপে ৩৩ গোলের মধ্যে লা লিগায় ২৭ ম্যাচে করেছেন ২২টি, চ্যাম্পিয়ন্স লিগে সাতটি আর কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে একটি করে।
রোনালদো রেয়ালে প্রথম মৌসুমে লা লিগায় করেছিলেন ২৬ গোল, পরের মৌসুমে তা বেড়ে হয় ৪০টি। ২০১৪-১৫ মৌসুমে সর্বোচ্চ ৪৮ গোল করেছিলেন তিনি।
কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে মঙ্গলবার ঘরের মাঠে রেয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল আনচেলত্তির দল।