স্প্যানিশ ফুটবল
লা লিগার শুরুটা দারুণ হলেও আরও উন্নতির জায়গা দেখছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
Published : 26 Sep 2024, 12:11 PM
সাত ম্যাচে সাত জয়! সাত বছর পর লা লিগায় এমন দুর্দান্ত শুরু করতে পারল বার্সেলোনা। চোট-জর্জর স্কোয়াড নিয়েও দলকে অসাধারণ এক শুরু এনে দিলেন নতুন কোচ হান্সি ফ্লিক। তার অখুশি হওয়ার কারণ নেই। তবে দলের খেলায় পুরোপুরি সন্তুষ্টিও এখনও আসেনি তার। আরও কিছু জায়গায় উন্নতির জায়গা দেখছেন কোচ।
লা লিগায় জয়রথে ছুটতে থাকা বার্সেলোনা বুধবার হারায় গেতাফেকে। আগের কয়েক ম্যাচের মতো গোলের জোয়ার এই ম্যাচে দেখা যায়নি। ম্যাচজুড়ে দাপট দেখালেও প্রচুর সুযোগ হাতছাড়া করে তারা। রবের্ত লেভানদোভস্কির ১৯তম মিনিটের গোলই শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র গোল হয়ে থাকে।
ম্যাচ থেকে প্রত্যাশিত তিন পয়েন্ট পাওয়ার স্বস্তি ফ্লিকের আছে। টানা জয়ের উচ্ছ্বাসও তার সঙ্গী। তবে দল এখনও সম্ভাব্য সেরা চেহারায় আসতে পারেনি বলেই মনে করেন কোচ।
“সাত ম্যাচে সাত জয় মানে ‘পারফেক্ট’ শুরু। তবে এখনও কিছু জায়গায় আমাদের আরও ভালো করতে হবে। আজকে আমাদের মানসিকতা ভালো ছিল। আমি ব্যাপারটাকে যেভাবে দেখি, উন্নতি করার পথে আমাদের শুরুটা ভালো হয়েছে।”
গেতাফের বিপক্ষে ম্যাচের ৭৮ শতাংশ সময় বল ছিল বার্সেলোনার কাছে। ১৫টি শট তারা নিয়েছে গোলে। তবে লক্ষ্যে ছিল কেবল চারটি।
রাফিনিয়া একাই হাতছাড়া করেছেন অন্তত তিনটি ভালো সুযোগ। এই দায় দেওয়া যায় লেভানদোভস্কি, লামিনে ইয়ামালদেরও। গোলকিপার দাভিদ সরিয়ার ভুলে ম্যাচের একমাত্র গোলটি খেয়েছে গেতাফে। তবে ম্যাচজুড়ে অনেকবার দলকে বিপদ থেকে রক্ষা করেছেন তিনি।
ব্যবধান বাড়াতে না পারার খেসারত প্রায় দিতে হচ্ছিল বার্সেলোনাকে। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দারুণ এক সুযোগ হাতছাড়া করে গেতাফে।
শেষ পর্যন্ত তিনটি পয়েন্ট পাওয়ায় ও দলের লড়িয়ে মানসিকতায় খুশি কোচ ফ্লিক।
“আমাকে বলা হয়েছিল, গেতাফের বিপক্ষে সবসময়ই এরকম, আমাদেরকে ভুগতে হয়। তারা রক্ষণে খুব ভালো। আজকে আমি আমার ফুটবলারদের নিয়ে খুবই গর্বিত, যেভাবে তারা ৯৫ মিনিট লড়েছে।”
মূল গোলকিপার মার্ক-আন্ড্রে টের স্টেগেন চোটের কারণে ছিটকে পড়ায় এই ম্যাচে বার্সেলোনার গোলবারে দাঁড়ান ইনিয়াকি পেনিয়া। চোটের কারণে গোটা মৌসুমই মাঠের বাইরে থাকতে হতে পারে টের স্টেগেনকে। সংবাদমাধ্যমে জোর গুঞ্জন, আর্সেনাল ও ইউভেন্তুসের সাবেক গোলকিপার ৩৪ বছর বয়সী ভয়চেক স্ট্যান্সনি অবসর ভেঙে ফিরছেন বার্সেলোনার হয়ে খেলতে।
ফ্লিক অবশ্য পোলিশ এই গোলকিপারকে দলে নেওয়ার গুঞ্জন নিয়ে কথা বলতে চাইলেন না।
“আমি শুধু ওই ফুটবলারদের নিয়েই কথা বলি, যারা আমার দলে আছে। ইনিয়াকি পেনিয়া এখন আমাদের এক নম্বর গোলকিপার এবং তাকে নিয়ে আমি খুশি। সে এটার যোগ্য। আমরা আমরা গোল হজম করিনি, এতে সবাই খুশি।”
তবে অভিজ্ঞ একজন গোলকিপার যে তাদের প্রয়োজন, সেটাও পরে জানিয়ে রাখলেন বার্সেলোনা কোচ।
“আমাদের ইনিয়াকি পেনিয়া আছে, যে ২৫ বছর বয়সী। বাকি গোলকিপাররা সবাই তরুণ ও অনভিজ্ঞ। তাই কিছু যদি হয়ে যায় (পেনিয়ার), আমাদের তখন অভিজ্ঞ কাউকে লাগবে। এজন্যই আলোচনা চলছে। দেখা যাক কী হয়।”