স্প্যানিশ ফুটবল
বারবার চোটে পড়াটা বার্সেলোনার এই ডাচ মিডফিল্ডারের মানসিক অবস্থায় আঘাত করেছিল।
Published : 29 Sep 2024, 09:26 PM
অ্যাঙ্কেলের চোটে অনেকদিন ধরে মাঠের বাইরে থাকা ফ্রেংকি ডি ইয়ংকে নিয়ে চলছে নানারকম চর্চা। বিশেষ করে, অস্ত্রোপচার করাতে না চাওয়ার খবর ছড়ানোর পর তীব্র সমালোচনার শিকার হন বার্সেলোনার প্লেমেকার। না খেলেই মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন, চাউর হয় এমন কথাও। তবে এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন এই ডাচ তারকা।
অল্প সময়ের মধ্যে তিন দফায় অ্যাঙ্কেলে চোট পেয়ে গত এপ্রিল থেকে মাঠের বাইরে ডি ইয়ং। ২৭ বছর বয়সী এই ফুটবলার সবশেষ খেলেন লা লিগায় রেয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে হারা ম্যাচে।
চোটের কারণে নেদারল্যান্ডসের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি তিনি। বার্সেলোনার নতুন কোচ হান্সি ফ্লিকের কোচিং এখনও শুরু করতে পারেননি নতুন মৌসুম। ২০২৩-২৪ মৌসুমের শুরু থেকে এখন অবধি ৩৮ ম্যাচে মাঠে নামা হয়নি তার।
তবে এরই মধ্যে চোট কাটিয়ে উঠেছেন ডি ইয়ং। গত কয়েক সপ্তাহ ধরে বার্সেলোনার মূল দলের সঙ্গে করছেন অনুশীলনও। আশা করা হচ্ছে, অক্টোবরের আন্তর্জাতিক বিরতির পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারেন তিনি।
বার্সেলোনা ওয়ান-কে দেওয়া সাক্ষাৎকারে রোববার ডি ইয়ং বলেন, মাঠের বাইরে থাকা তার কাছে ভীষণ হতাশার। বারবার চোটে পড়ায় মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি।
“এটা (সেরে ওঠা) কঠিন প্রক্রিয়া ছিল, কারণ ফুটবল খেলতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এটা আমার জীবন বলা চলে। ফুটবল আমার আবেগ। যখন বড় ম্যাচ খেলতে পারবেন না, যখন ইউরো এবং বার্সার হয়ে অনেক ম্যাচ মিস করবেন, তখন এটা সত্যিই খুবই কঠিন ও খারাপ লাগার।”
“প্রতিদিন ঘুম থেকে উঠে অ্যাঙ্কেলের দিকে তাকিয়ে দেখবেন অবস্থা কেমন। একই অ্যাঙ্কেলে তিনবার চোট পাওয়ায় কিছুটা মানসিক আঘাত পেয়েছিলাম। তবে ধীরে ধীরে বলে শক্তভাবে শট করার এবং ট্যাকলগুলোতে আরও দৃঢ় হওয়ার আত্মবিশ্বাস ফিরে পাচ্ছি। আশা করছি, ফিরতে খুব বেশি দেরি নেই।”
ডি ইয়ংয়ের পাঁচ মাস ধরে মাঠের বাইরে থাকার এই সময়ে বেরিয়েছে অনেক খবর। যা নিয়ে সমালোচিত হতে হয়েছে তাকে। তবে এসবকে স্রেফ উড়িয়ে দিলেন অভিজ্ঞ এই ফুটবলার।
“আমাকে নিয়ে হতাশার বিষয়টি বুঝতে পারছি, কারণ সেরে ওঠার সময় আমি চুপ করে থাকাকেই বেছে নিয়েছি। তবে এমন কিছু কথা বেরিয়েছে যা সত্য নয়, যেমন আমি নাকি অস্ত্রোপচার করাতে চাইনি। আরেকটি, আমি নাকি প্রচুর অর্থ উপার্জন করি, প্রায় ৩ কোটি ৭০ লাখ ইউরো। এটা খুব বড় অঙ্ক এবং আমি যা উপার্জন করি তা থেকে অনেক বেশি।”
সুযোগ থাকা সত্ত্বেও অ্যাঙ্কেলের অস্ত্রোপচার করাতে চাননি ডি ইয়ং, উঠেছে এমন অভিযোগ। সেটাও পরিষ্কার করার চেষ্টা করলেন তিনি।
“আমার অস্ত্রোপচার করাতে হবে কি-না, এটা নিয়ে মানুষ অনেক কথা বলছে। ক্লাব আমাকে অস্ত্রোপচার করাতে বলেছে এবং আমি সেটা করতে চাইনি, এটা সত্য নয়।”
“ক্লাবের সবাই, চিকিৎসকরা এবং আমি একমত হয়েছিলাম যে, অস্ত্রোপচার সেরা বিকল্প নয়। যে খেলোয়াড়ের কাছে ফুটবল অনেক গুরুত্বপূর্ণ, তার জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে থাকাটা খুবই হতাশাজনক।”
লা লিগায় এখন শীর্ষে আছে বার্সেলোনা। ৮ ম্যাচে ২১ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭।