ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রাইটনের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে তিন মিনিটে দুই গোল করে জয় তুলে নিল আর্না স্লটের দল।
Published : 02 Nov 2024, 10:58 PM
নুনেস-সালাহদের একের পর এক প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছিলেন প্রতিপক্ষের গোলরক্ষক। লিভারপুল শিবিরে জেগে ওঠে হারের শঙ্কাও। তবে সব বাধা টপকে, তিন মিনিটে দুই গোল করে দারুণ এক জয় তুলে নিল আর্না স্লটের দল, উঠল প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে।
অ্যানফিল্ডে শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে লিভারপুল।
ফের্দি কাদিওলু ব্রাইটনকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কোডি হাকপো। এরপর চমৎকার গোলে ব্যবধান গড়ে দেন মোহামেদ সালাহ।
লিগে গত রাউন্ডে আর্সেনালের সঙ্গে ২-২ ড্র করেছিল লিভারপুল।
জয়ে ফেরার লক্ষ্যে লিভারপুল এগিয়ে যেতে পারত নবম মিনিটে। মাঝমাঠ থেকে বল ধরে দুজনের বাধা এড়িয়ে বক্সের ভেতর থেকে দারউইন নুনেসের নেওয়া শট এক হাতে ব্যর্থ করে দেন ব্রাইটন গোলরক্ষক বার্ট ভেরব্রুখেন।
চতুর্দশ মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। বক্সে ড্যানি ওয়েলবেকের ফ্লিকে বল পেয়ে প্রথম স্পর্শে জোরাল শটে গোলটি করেন তুরস্কের মিডফিল্ডার কাদিওলু।
২৭তম মিনিটে কুইভিন কেলেহারের দারুণ সেভে দ্বিতীয় গোল হজম করা থেকে বেঁচে যায় লিভারপুল। ওয়ান-অন-ওয়ানে ইয়াসিন আয়ারির প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন আইরিশ গোলরক্ষক। বিরতির আগে ওয়েলবেকের ফ্রি-কিক পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে তিনটি ভালো সুযোগ পায় লিভারপুল। আলেক্সিস মাক আলিস্তেরের হেড ও সালাহর শট ঠেকান ভেরব্রুখেন, আর নুনেস দূরের পোস্টে শট নিতে ব্যর্থ হন।
৬৯তম মিনিটে সমতায় ফেরে লিভারপুল। বাঁ দিক থেকে হাকপোর ক্রসে ব্রাইটনের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে বল আশ্রয় নেয় জালে।
দুই মিনিট পরই আরেকবার উল্লাসে মেতে ওঠে গোটা অ্যানফিল্ড। পাল্টা আক্রমণে উঠে কার্টিস জোন্স পাস দেন সালাহকে। বক্সে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন মিশরীয় ফরোয়ার্ড।
লিভারপুল গ্রেট রবি ফাওলারকে (১৬৩) ছাড়িয়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় আটে উঠে গেলেন সালাহ (১৬৪)।
ওই গোল ধরে রেখেই জয়ের হাসিতে মাঠ ছাড়ে লিভারপুল।
১০ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে লিভারপুলের পয়েন্ট এখন ২৫।
একই সময়ে আরেক ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলে হারা ম্যানচেস্টার সিটি ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে।
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে, ১৯ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে নটিংহ্যাম ফরেস্ট।
দিনের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে হারা আর্সেনাল ১৮ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে।
১৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ব্রাইটন।