স্প্যানিশ ফুটবল
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রেয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করলেও লা লিগায় ফিরে গেতাফের সঙ্গে জিততে পারেনি বার্সেলোনা।
Published : 19 Jan 2025, 12:23 PM
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রেয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করার পর কোপা দেল রেতে রেয়াল বেতিসের বিপক্ষে ৫-১ গোলের জয়। আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছিল বার্সেলোনা। কিন্তু লা লিগায় ফিরেই আবার ফিরে এলো তাদের দুর্দশা। জিততে পারল না তারা পয়েন্ট তালিকার তলানির দিকে থাকা গেতাফের সঙ্গেও। অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় ম্যাচ শেষে প্রবল হতাশা প্রকাশ করলেন কোচ হান্সি ফ্লিক।
লা লিগার ম্যাচটিতে শনিবার গেতাফের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফেরে বার্সেলোনা।
নবম মিনিটে বার্সেলোনা এগিয়ে গেলেও ৩৪তম মিনিটে সমতা ফেরায় গেতাফে। আর কোনো গোল হয়নি ম্যাচে।
ম্যাচের পর দলের পারফরম্যান্সে হতাশা লুকালেন না ফ্লিক। বার্সেলোনা কোচ আঙুল তুললেন আক্রমণভাগের দিকে।
“আমরা জিততে চেয়েছিলাম এবং জয়ের সুযোগও পেয়েছিলাম। আমি প্রচণ্ড হতাশ যে, আরও গোল করতে পারিনি।”
“আমরা সুযোগ তৈরি করেছি, তবে লক্ষ্যে বল রাখতে পারিনি। আবারও বলছি, আমাদের সুযোগ ছিল, বিশেষ করে প্রথমার্ধে। পরের ভাগে আমার মনে হয়, পাসের নিশানাতেও কিছুটা ঘাটতি ছিল আমাদের।”
লা লিগায় গেতাফে বড় কোনো দল না হলেও তাদের মাঠে কঠিন পরীক্ষায় পড়তে হয় এমনিতে সব দলকেই। বার্সেলোনা যেমন টানা পাঁচ মৌসুমে জিততে পারল না এখানে।
এই মাঠের আবহ ও চ্যালেঞ্জ সম্পর্কে কোনো ধারণা ছিল না ফ্লিকের। প্রথম অভিজ্ঞতায় তাই চমকে গেছেন জার্মান এই কোচ।
“গেতাফেকে খেলার ব্যাপারটি কেমন, আপনারা তো দেখতেই পাচ্ছেন। ওরা খুবই ভালোভাবে রক্ষণ সামলেছে।”
“ম্যাচের প্রতিটি ঘটনায়, প্রতিটি লড়াইয়ে স্টেডিয়ামে আবেগের জোয়ার ছিল। এরকম কিছুর অভিজ্ঞতা আমার আগে ছিল না। আমার জন্য এটা নতুন ও এটায় অভ্যস্ত হয়ে উঠতে হবে।”
এ দিনই আগের ম্যাচে লেগানেসের কাছে হেরে বসে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনার সামনে তাই সুযোগ ছিল ব্যবধান কমিয়ে নিজেদের সম্ভাবনা জাগিয়ে তোলার। সুযোগটি তারা পুরোপুরি কাজে লাগাতে পারলেন না। কোচ তবুও আশা নিয়ে তাকিয়ে সামনে।
“আরেকটি গোল যদি আমরা করতে পারতাম! তবে এখন আর কিছুই করার নেই এবং ফলাফল মেনে নিতেই হবে।”
“তবে পথের এখনও অনেক বাকি এবং শেষ পর্যন্ত লা লিগা জয়ের চেষ্টা করে যাব আমরা। আমরা দুটি পয়েন্ট হারিয়েছি বটে, তবে একটি পয়েন্ট পেয়েছি। এটিকে সঙ্গী করে সামনে তাকাতে হবে এবং উন্নতির চেষ্টা করে যেতে হবে।”
২০ ম্যাচে এখন ৩৯ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। তবে রেয়াল মাদ্রিদের সামনে এখন দারুণ সুযোগ সবার ওপরে ওঠার। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট পাওয়া বর্তমান চ্যাম্পিয়নরা রোববার লড়বে লাস পালমাসের বিপক্ষে।