জীবিত ফুটবলারকে মৃত ভেবে সম্মান জানানোর পর ক্ষমা প্রার্থনা করল ক্লাব কর্তৃপক্ষ।
Published : 18 Mar 2025, 11:25 AM
ম্যাচ শুরুর আগে আর্দা কারজালি ক্লাবে নেমে এলো শোকের ছায়া। ক্লাবের সাবেক ফুটবলার পেতকো গানচেভ পৃথিবীর মায়া কাটিয়ে পাড়ি জমিয়েছেন পরপারে। লিগের ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হলো মাঠে। খেলা শুরুর আগে দুই দল সারিবদ্ধ দাঁড়িয়ে মাথা নিচু করে সম্মান জানালেন ও স্মরণ করলেন হারানো নায়ককে। কিন্তু খেলা চলার সময়ই জানা গেল, গানচেভ আসলে মারা যাননি!
বিব্রতকর এই ঘটনায় তোলপাড় পড়ে গেছে বুলগেরিয়ার শীর্ষ লিগে। গত রোববার আর্দা কারজালির সঙ্গে লেভস্কি সোফিয়ার ম্যাচের ঘটনা সেটি।
গানচেভের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শুরু হয় ম্যাচটি। তবে খেলা চলার সময়ই কারজালি ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানায় যে, তারা ভুল খবর পেয়েছিল।
“আর্দার সাবেক খেলোয়াড় পেতকো গানচেভ ও তার স্বজনদের কাছে ক্লাব কর্তৃপক্ষ প্রবলভাবে ক্ষমা প্রার্থনা করছে যে, তার মৃত্যুর ভুল খবর পেয়েছিলাম আমরা। আশা করি, আরও অনেক বছর পেতকো সুস্থ থাকবে এবং আর্দার সাফল্য উপভোগ করবে।”
ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। লিগের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে আছে আর্দা কারজালি।