স্প্যানিশ ফুটবল
দুই ম্যাচে পেনাল্টিতে ব্যর্থ হলেও কিলিয়ান এমবাপেই পেনাল্টি নেবেন বলে ইঙ্গিত দিয়ে রাখলেন রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
Published : 05 Dec 2024, 02:04 PM
রেয়াল মাদ্রিদের পরাজয়। সমালোচনার কেন্দ্রে কিলিয়ান এমবাপে। তার ওপর আস্থার কথা কার্লো আনচেলত্তির কণ্ঠে। গত কিছুদিনের নিয়মিত ঘটনা এসব। আরও একবার এই চক্রের পুনরাবৃত্তি হলো। পেনাল্টিতে এমবাপের আবার ব্যর্থতা ও রেয়াল মাদ্রিদের আরেকটি পরাজয়ের পর রেয়াল মাদ্রিদ কোচ বললেন, উন্নতির জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন ফরাসি ফরোয়ার্ড।
লা লিগায় বুধবার আথলেতিক বিলবাওয়ে কাছে ২-১ গোলে হেরে যায় রেয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচে রেয়ালের চতুর্থ পরাজয় এটি।
আথলেতিকের মাঠে প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৩ মিনিটে পিছিয়ে পড়া রেয়ালকে সমতায় ফেরানোর বড় সুযোগ পান এমবাপে। কিন্তু তার স্পট কিক ঠেকিয়ে দেন আথলেতিক গোলকিপার জুলেন আহিররেসাবালা।
জুড বেলিংহ্যাম পরে রেয়ালকে সমতায় ফেরান বটে। তবে মিনিট দুয়েক পরই ফেদে ভালভের্দের ভুল থেকে গোল করে আবার এগিয়ে যায় আথলেতিক। ম্যাচের ব্যবধান গড়া হয়ে যায় ওখানেই।
ম্যাচের পর যথারীতি আলোচনা-সমালোচনার অনেকটুকুই হচ্ছে এমবাপেকে ঘিরে। ফরাসি এই ফরোয়ার্ড নিজেও খুব হতাশ বলে জানালেন আনচেলত্তি। তবে তাকে কাঠগড়ায় তুলতে চান না রেয়াল কোচ।
“তার (এমবাপে) সঙ্গে আমার কথা হয়নি এখনও। খুব কঠিন ও তুমুল লড়াইয়ের এটি ম্যাচ ছিল। সমতায় ফেরার পর মনে হয়েছিল, এখন আমরা নিয়ন্ত্রণ আছি। তবে ছোট ছোট ব্যাপারগুলির খেসারত দিতে হয়েছে আমাদের।”
“একটি পেনাল্টি কাজে লাগাতে পারিনি আমরা… তবে একটি পেনাল্টিতে ব্যর্থ হওয়া দিয়ে আমি কোনো ফুটবলারকে মূল্যায়ন করি না। পেনাল্টিতে কখনও গোল হয়, কখনও হয় না। অবশ্যই সে বিমর্ষ ও হতাশ। তবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”
গত সপ্তাহে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পেনাল্টিতে ব্যর্থ হয়েছিলেন এমবাপে। ম্যাচটি হেরে গিয়েছিল রেয়াল মাদ্রিদ। শুধু পেনাল্টিই নয়, তার সামগ্রিক পারফরম্যান্সেও প্রত্যাশা পূরণ হচ্ছে না দলের। তবে তার ওপর বিশ্বাসের কমতি নেই কোচের।
“অবশ্যই সে তার সেরা অবস্থায় নেই। তবে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় তাকে আমাদের দিতে হবে। সে ১০টি গোল করেছে। অবশ্যই আরও করতে পারে এবং উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে।”
লিভারপুলের বিপক্ষে এমবাপে পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হওয়ার পর লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচে পেনাল্টি নিয়ে দারুণভাবে গোল করেন জুড বেলিংহ্যাম। এবার এমবাপের আরেকটি ব্যর্থতার পর প্রশ্নটি উঠে যাচ্ছে, পেনাল্টির দায়িত্ব এমবাপের কাছ থেকে নিয়ে নেওয়া হবে কি না। তবে রেয়াল কোচ ইঙ্গিত দিলেন, দায়িত্বটি এমবাপেই পালন করে যাবেন।
“এসবকে (লোকের কথা) আমি পাত্তা দেই না। ফুটবলেরই অংশ সবকিছু। আমার মনে হয়, ওরা দুজন (বেলিংহ্যাম ও এমবাপে) কথা বলেছিল এবং আজকে সে (এমবাপে) দায়িত্বটা নিয়েছিল এবং তা কাজে লাগেনি। তবে ফুটবলে এরকম হতেই পারে।”
রেয়ালের সবচেয়ে ধারাবাহিক ফুটবলারদের একজন ফেদে ভালভের্দেও এ দিন বাজে এক ভুল করে বসেন, যেটির খেসারত দিতে হয় দলকে। তবে তাকেও সমালোচনা থেকে আড়াল করলেন কোচ।
“কিলিয়ানের মতো ফেদেও দুঃখিত ও হতাশ। সে একটি ভুল করেছে। কিন্তু তার দিকে আঙুল তোলা উচিত নয় আমাদের। সে অসাধারণ এক ফুটবলার। ফুটবলে এরকম ভুল হতেই পারে।”
এই পরাজয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে রেয়াল। ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। এক ম্যাচ বেশি খেলে চার পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।