বার্সেলোনার হয়ে গত মৌসুমে বেঞ্চে বসেই বেশি সময় কেটেছে ক্লেঁমো লংলের। নতুন মৌসুমে তাকে দেখা যাবে নতুন ঠিকানায়। স্প্যানিশ ক্লাবটি থেকে এক মৌসুমের জন্য ধারে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দিলেন ২৭ বছর বয়সী এই ফরাসি ডিফেন্ডার।
Published : 09 Jul 2022, 11:04 AM
টটেনহ্যাম শুক্রবার বিবৃতিতে জানায় লংলেকে দলে নেওয়ার খবর, “বার্সেলোনা থেকে এক মৌসুমের জন্য ক্লেঁমো লংলেকে দলে পেয়ে আমরা উচ্ছ্বসিত। এখন কেবল আন্তর্জাতিক ছাড়পত্র ও ওয়ার্ক পারমিট পাওয়া বাকি।”
বার্সেলোনার হয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০টি ম্যাচে মাঠে নামেন লংলে, বেশির ভাগই ছিল বদলি হিসেবে।
ফরাসি ক্লাব নঁসিতে তিন মৌসুম খেলে ২০১৭ সালে সেভিয়ার হয়ে স্প্যানিশ ফুটবলে পদার্পণ করেন লংলে। পরের বছর তিনি যোগ দেন বার্সেলোনায়। প্রথম মৌসুমেই স্বাদ পান লা লিগা শিরোপার।
বার্সেলোনার হয়ে সব মিলিয়ে ১৫৯ ম্যাচ খেলেছেন তিনি। ফ্রান্স জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছেন ১৫ ম্যাচে।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা টটেনহ্যাম নতুন মৌসুমের জন্য দলের শক্তি বাড়িয়েই চলেছে। লংলেকে নিয়ে দলে আনল তারা ৫ জন নতুন ফুটবলার।
আগামী ৬ অগাস্ট সাউথ্যাম্পটনের বিপক্ষে লড়াই দিয়ে শুরু টটেনহ্যামের নতুন মৌসুম।