কিংস অ্যারেনায় দ্বিতীয় দিনের প্রস্তুতি সারল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এদিন ফরমেশন, টিম কম্বিনেশনে গুরুত্ব দেন কোচ হাভিয়ের কাবরেরা। কাজী তারিক রায়হান, সোহেল রানারাও দিলেন স্বস্তির খবর। নতুন কোচের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না বলে জানালেন তারা।
Published : 20 Mar 2022, 09:00 PM
আগামী ২৪ মার্চ মালদ্বীপের বিপক্ষে তাদের মাঠে প্রথম প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৯ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে দল। এ দুটি ম্যাচ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে দল।
গত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন অস্কার ব্রুসন। রক্ষণাত্মক কৌশলের ডেরা থেকে দলকে বের করে এনে আক্রমণাত্মক হওয়ার মন্ত্র শিখিয়েছিলেন তিনি। কাবরেরা কৌশলও একই, বিভিন্ন ফরমেশনে ঘুরিয়ে ফিরিয়ে পরখ করছেন বলে জানালেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তারিক।
“কাবরেরার নতুন যে ফর্মেশন সেটা বেশ উপভোগ্য এবং আক্রমণাত্মক খেলার জন্য ভালো। এখন আমরা সামনের দিকে এগোতে চাই। আমি মনে করি, (ব্রুসন ও কাবরেরার কৌশল) অনেকটা একই ধরনের। তাঁরা দুজনই স্প্যানিশ। একই ধরনের জয়ী মানসিকতা এবং খুব ট্যাকটিক্যাল। দুই কোচের মানসিকতা একইরকমের।”
“কোচ এখন যে ফরমেশনে অনুশীলন করাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই মিডফিল্ডে ভালো খেলতে হবে এবং অবশ্যই মিডফিল্ডারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নির্দিষ্ট করে কিছু থাকছে না, মিডফিল্ডে খেলোয়াড়দের পজিশন চেঞ্জ হতে পারে।”
“মালদ্বীপকে নিয়ে আমরা ভিডিও সেশন করছি, আজকে সকালেও হোটেলে মালদ্বীপের বিভিন্ন বিষয় নিয়ে ক্লাস করিয়েছেন। তাদের সব কিছু নিয়েই কাজ করা হচ্ছে, ওদের শক্তির জায়গা, দুর্বল জায়গা কী কী। দুই ম্যাচ নিয়েই আমরা কাজ করছি। যেন দ্রুত সম্ভব টিম কম্বিনেশন ঠিক করা যায়, সেটা নিয়ে কাজ করছেন কোচ।”
অভিজ্ঞ নাবীব নেওয়াজ জীবনের সঙ্গে আক্রমণভাগে আছেন সুমন রেজা। কিংসের এই ফরোয়ার্ড জানালেন প্রতি-আক্রমণ কাজে লাগানোর কৌশল রপ্ত করছেন তারা।
“কোচ কাউন্টার অ্যাটাকে গুরুত্ব দিচ্ছেন। নিচ থেকে বিল্ড-আপ ফুটবল খেলার কাজও চলছে।”