২০২২-২৩ পর্যন্ত চেলসিতেই সিলভা

চুক্তির মেয়াদ বাকি ছিল আর ছয় মাস। সেটি নবায়ন করে আরও এক বছরের জন্য চেলসিতেই থাকছেন ডিফেন্ডার চিয়াগো সিলভা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2022, 10:12 AM
Updated : 4 Jan 2022, 10:12 AM

সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে খেলবেন সিলভা।

২০২০-২১ মৌসুমের আগে ফ্রি ট্রান্সফারে পিএসজি থেকে চেলসিতে যোগ দেন সিলভা। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ম্যাচ খেলেছেন ৩৪টি। ওই মৌসুমেই গত মে মাসে দলটির হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। 

মৌসুম শেষে সিলভার সঙ্গে এক বছরের জন্য জন্য চুক্তি নবায়ন করেছিল চেলসি। ছয় মাস পরই আরেক দফায় তার সঙ্গে নতুন চুক্তি করল ক্লাবটি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২টি ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। সবশেষ গত রোববার লিগে লিভারপুলের বিপক্ষে ২-২ গোলে ড্র ম্যাচে শুরুর একাদশে ছিলেন সিলভা। 

গত অক্টোবরে ব্রাজিলের হয়ে শততম ম্যাচ খেলা সিলভা চেলসিতে নতুন চুক্তি করে দারুণ খুশি। চুক্তির পর ক্লাবের ওয়েবসাইটে ভালোলাগার কথা জানান তিনি।

“কখনও ভাবিনি দারুণ এই ক্লাবে আমি তিন বছর খেলব। তাই এখানে আরও এক বছর থাকার সুযোগ পেয়ে আমি খুব খুশি।”

“চেলসির হয়ে খেলতে পারাটা দারুণ আনন্দের। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগে বর্তমান মান ধরে রেখে খেলা চালিয়ে যেতে নিজের সর্বোচ্চটা দিয়ে যাব আমি।”