আর্চারি বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরল বাংলাদেশ

অলিম্পিকের কোটা প্লেসের আশা ভঙ্গের পর আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-৩ থেকেও কোনো পদক পেল না বাংলাদেশ। দলগত রিকার্ভের পুরুষ ও মহিলা বিভাগের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে হেরেছেন রোমান-দিয়ারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2021, 02:12 PM
Updated : 25 June 2021, 02:12 PM

ফ্রান্সের প্যারিসে শুক্রবার পুরুষ দলগত রিকার্ভের সেরা আটে ওঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কাছে ৫-১ সেট পয়েন্টে হারে বাংলাদেশ। দলের হয়ে খেলেন রোমান সানা, কৃষ্ণ কুমার সাহা ও মোহাম্মদ হাকিম রুবেল।

স্লোভেনিয়াকে হারিয়ে দলগত মহিলা রিকার্ভের সেরা ষোলোয় উঠে আসা বাংলাদেশ ৬-২ ব্যবধানে হেরেছে মেক্সিকোর কাছে। দলের হয়ে খেলেন মেহেনাজ আক্তার মুনিরা-বিউটি রায়-দিয়া সিদ্দিকী।

রিকার্ভ মিশ্রতে লড়েছিলেন সরাসরি টোকিও অলিম্পিকের টিকেট পাওয়া রোমান ও ওয়াইল্ডি কার্ড নিয়ে সুযোগ পাওয়া দিয়া। ৫-১ সেট পয়েন্টে চেক রিপাবলিকের জুটির কাছে হেরে শেষ ষোলোর আগেই ছিটকে যান তারা।