লুজানে রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে রোমান-দিয়া

রিকার্ভ ব্যক্তিগত এককের ব্যর্থতার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছেন দুজনে। অর্থাৎ আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-২ প্রতিযোগিতায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের পদক পাওয়া।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2021, 03:05 PM
Updated : 20 May 2021, 04:34 PM

সুইজারল্যান্ডের লুজানে বৃহস্পতিবার ইরানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন রোমান-দিয়া জুটি। এই পর্বে জার্মানির বিপক্ষে জিতেন অনায়াসে, ৫-১ সেট পয়েন্টে।

কোয়ার্টার-ফাইনালে স্পেনকে দুজনে হারান ৫-৪ ব্যবধানে। ফাইনালে ওঠার পথে সেরা আটেই সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয় রোমান-দিয়া জুটিকে।

সেমি-ফাইনালে কানাডাকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালের মঞ্চে ওঠে বাংলাদেশ। প্রথম সেটে ৩৭-৩২ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় সেটও ৪০-৩৭ ব্যবধানে জিতে নেয় রোমান-দিয়া জুটি।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃতীয় সেট ৩৭-৩৬ পয়েন্টে জিতে ঘুরে দাঁড়ায় কানাডার জুটি। কিন্তু শেষ পর্যন্ত আটকাতে পারেনি বাংলাদেশকে। চতুর্থ সেটে ৩৫-৩৫ টাই করে জয় তুলে নেয় দল।

আগামী রোববার সেরা হওয়ার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

আগের দিন রিকার্ভ পুরুষ এককের কোয়ালিফিকেশন রাউন্ডে ৬৫৯ স্কোর গড়ে ৮০ প্রতিযোগীর মধ্যে ৩১তম হওয়া রোমান তৃতীয় রাউন্ডে রিকার্ভ পুরুষ এককের বিশ্বসেরা ব্র্যাডি এলিনের বিপক্ষে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি। হেরে যান ৬-২ সেট পয়েন্টে।

রিকার্ভ মহিলা এককে ৬৩৪ স্কোর গড়ে ৪৭তম হওয়া দিয়া দ্বিতীয় রাউন্ডে ৭-৩ ব্যবধানে হেরে বিদায় নেন।