মেসির উদযাপনের ধরনে অবাক সতীর্থরা

লিওনেল মেসি গোল পেলে উদযাপনে দিয়েগো মারাদোনাকে যে স্মরণ করবেন, তা হয়তো অনেকেই অনুমান করেছিলেন। তবে সেটার ধরন কি হবে, জানতেন না তার বার্সেলোনা সতীর্থরাও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2020, 05:36 PM
Updated : 29 Nov 2020, 06:26 PM

কাম্প নউয়ে লা লিগায় রোববার ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলের জয়ে দলের চতুর্থ গোলটি করেন মেসি। ত্রিনকাওয়ের পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আড়াআড়ি এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের কোনাকুনি উঁচু শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা।

গোলের পর জার্সি খুলে ফেলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার, পরনে ছিল পূর্বসুরি মারাদোনার স্মরণে নিওয়েলস ওল্ড বয়েজের ১০ নম্বর জার্সি। আর্জেন্টিনার এই দল থেকেই কাম্প নউয়ে যোগ দিয়েছিলেন মেসি যে দলের হয়ে একসময় খেলেছিলেন মারাদোনাও।

মজার ব্যাপার হলো, ১৯৯৩ সালের ৭ অক্টোবর নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে মারাদোনার অভিষেক ম্যাচে উপস্থিত ছিলেন সেদিনের ছোট্ট মেসি। গোল পেয়েছিলেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের মহানায়ক মারাদোনা।

মেসির এমন উদযাপন অবাক করেছে সতীর্থদের। দলের দ্বিতীয় গোল করা অঁতোয়ান গ্রিজমান ম্যাচ শেষে জানালেন, মেসির এভাবে উদযাপনের বিষয়টি তারাও জানতেন না।

“আমরা জানতাম না মারাদোনার সম্মানে মেসি কী প্রস্তুতি নিয়েছে। এটা ছিল দারুণ অবাক করার মতো বিষয়।”

ম্যাচ শেষে মারাদোনাকে ‘সারা বিশ্বের আইডল’ আখ্যা দেন আরেক গোলদাতা ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো।

“আমরা মারাদোনাকে হারিয়েছি। সে সারা বিশ্বের আইডল। সবাই তাকে মিস করবে।”

কার্ডিয়াক অ্যারেস্টে গত বুধবার ৬০ বছর বয়সে মারা যান ফুটবল ইতিহাসের সেরা ফুটবলারদের একজন মারাদোনা।