ব্যর্থতার আর কোনো সুযোগ নেই: গ্রিজমান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2020 10:56 PM BdST Updated: 30 Nov 2020 12:26 AM BdST
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বার্সেলোনাকে লা লিগায় আবার দেখা গেল খুনে মেজাজে। এবার ওসাসুনাকে উড়িয়ে অঁতোয়ান গ্রিজমান শোনালেন শিরোপা জয়ের প্রত্যয়। ব্যর্থতার আর কোনো সুযোগ নেই বলেও মনে করেন এই ফরাসি ফরোয়ার্ড।
কাম্প নউয়ে রোববার বার্সেলোনার ৪-০ গোলের জয়ে দর্শনীয় ভলিতে দ্বিতীয় গোলটি করেন গ্রিজমান। মার্টিন ব্রাথওয়েটের গোলে এগিয়ে যাওয়া দলটির হয়ে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ফিলিপে কৌতিনিয়ো ও লিওনেল মেসি।
লিগে উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া কাতালান দলটি রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারানোর পর গত সপ্তাহে আতলেতিকো মাদ্রিদের মাঠে হেরেছিল ১-০ গোলে। দারুণ জয়ে আবারও ছন্দে ফেরার আভাস দিল রোনাল্ড কুমানের দল।
৯ ম্যাচে বার্সেলোনার এটি চতুর্থ জয়। সঙ্গে তিন ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার সাতে উঠে এসেছে তারা। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। এক ম্যাচ কম খেলা আতলেতিকোর পয়েন্টও ২৩।
শিরোপা দৌড়ে থাকতে তাই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন গ্রিজমান। ম্যাচ শেষে শোনালেন কঠিন পথ ধরে এগিয়ে যাওয়ার প্রত্যয়।
“জয়টা ছিল খুব গুরুত্বপূর্ণ…আমরা আর ব্যর্থ হতে পারি না। আমরা চ্যাম্পিয়ন হতে চাই এবং আমরা জানি পথটা হবে কঠিন; তবে আমরা দেখিয়েছি যে এই পথেই আমরা এগুতে চাই এবং সেটা অর্জন করার মতো দল আমাদের আছে।”
মারাদোনার স্মরণে মেসির উদযাপন, জয়ে ফিরল বার্সা
মেসির উদযাপনের ধরনে অবাক সতীর্থরা
শিরোপার জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন ম্যাচের আরেক গোলদাতা কৌতিনিয়োও।
“আমরা পরিশ্রম করছি এবং পুরোপুরি উপভোগের চেষ্টা করছি। ম্যাচটা আমাদের সবার জন্যই ছিল অসাধারণ। চোট থেকে ফিরে এসে নিজেকে মেলে ধরাটা কঠিন, কিন্তু সর্বোচ্চ পর্যায়ে ফিরে আসতে আমি চেষ্টা করছি।”
“সব সময়ের মতো আমাদের প্রতি ম্যাচ ধরে লড়াই চালিয়ে যেতে হবে। মৌসুমের এখনো অনেক পথ বাকি। আমাদের লক্ষ্য শিরোপার জন্য লড়াই করা। এগিয়ে যেতে হবে, সব ম্যাচই গুরুত্বপূর্ণ।”
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- সাবেক এমপি পেলেন গৃহহীনদের ঘর
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- এশিয়ার ‘মাদক সম্রাট’ আমস্টার্ডামে গ্রেপ্তার
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- টিভি সূচি (রোববার, ২৪ জানুয়ারি ২০২১)
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- আলাভেসকে উড়িয়ে জয়ে ফিরল রিয়াল
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর