আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে দারুণ খেলল ম্যানচেস্টার ইউনাইটেড। ইস্তানবুল বাসাকসেহিরকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল উলে গুনার সুলশারের দল। তুরস্কের দলটির মাঠে হারের প্রতিশোধও নিল তারা।
Published : 25 Nov 2020, 03:06 AM
ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে ৪-১ গোলে জিতেছে ইংলিশ দলটি। জোড়া গোল করেন ব্রুনো ফের্নান্দেস। একটি করে গোল করেন মার্কাস র্যাশফোর্ড ও ড্যানিয়েল জেমস। এ মাসের শুরুতে দলটির মাঠে ২-১ গোলে হেরেছিল ইউনাইটেড।
ঘরের মাঠে সপ্তম মিনিটেই দারুণ এক গোলে ইউনাইটেডকে এগিয়ে নেন ফের্নান্দেস। কর্নার থেকে আসা বল হেডে ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ মিডফিল্ডার ফের্নান্দেস।
৩৫তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন র্যাশফোর্ড। তরুণ এই ইংলিশ ফরোয়ার্ড ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
বিরতির আগে দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বাসাকসেহির। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন এদিনসন কাভানি। ডি-বক্সে তার শট প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে পোস্টের বাইরে দিয়ে যায়।
পরের মিনিটে দারুণ এক সেভ করে জাল অক্ষত রাখেন দাভিদ দে হেয়া। ডি-বক্সের বাইরে থেকে এদিন ভিসকার নিচু শট ডান দিকে ঝাঁপিয়ে ফেরান এই স্প্যানিশ গোলরক্ষক।
৭৬তম মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে ব্যবধান কমান তুরস্কের মিডফিল্ডার দেনিস তুরুস। তার শট দে হেয়া ডান দিকে ঝাঁপিয়ে ফেরালেও বল লাইন পেরিয়ে যায়। চার মিনিট পর ভিসকার শট ক্রসবারে লাগলে হতাশ হতে হয় সফরকারীদের।
চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউনাইটেড। গ্রুপের আরেক ম্যাচে নেইমারের একমাত্র গোলে লাইপজিগকে হারানো পিএসজি ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। সমান পয়েন্ট নিয়ে তিনে লাইপজিগ। বাসাকসেহিরের ৩ পয়েন্ট।