টুখেলকে পাল্টা খোঁচা মার্সেই কোচের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2020 05:14 PM BdST Updated: 14 Sep 2020 06:05 PM BdST
লিগ ওয়ানে টানা দ্বিতীয় হারের পর প্রতিপক্ষ কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াসকে খোঁচা মারেন পিএসজি কোচ টমাস টুখেল। তার দাবি, ম্যাচটি ভাগ্যের জোরে জিতেছে মার্সেই। জবাবে পাল্টা তীর ছুড়তে দেরি করলেন না মার্সেই কোচ। টুখেলকে মনে করিয়ে দিলেন, চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে ম্যাচেও ঠিক এভাবেই জিতেছিল তার দল।
লিগ ওয়ানের ম্যাচে রোববার রাতে ১-০ গোলে জিতেছে মার্সেই। ২০১১ সালের নভেম্বরের পর এটাই পিএসজির বিপক্ষে তাদের প্রথম জয়। শেষ দিকে একটি ফাউলের ঘটনাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের মোট পাঁচজন খেলোয়াড় পান লাল কার্ড।
গত অগাস্টে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে প্রথমে এগিয়ে যাওয়া আতালান্তার বিপক্ষে শেষ দিকে দুই গোল করে ২-১ ব্যবধানে জিতেছিল পিএসজি। পরে ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে ভাঙে দলটির শিরোপা স্বপ্ন। আতালান্তার বিপক্ষে সেদিন টুখেলের দল ভাগ্যের জোরে জিতেছিল বলে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাকে পাল্টা খোঁচাটা মারেন ভিয়াস-বোয়াস।

টুখেলের অপ্রীতিকর মন্তব্য গায়ে লাগলেও তার প্রতি সম্মানের কোনো কমতি নেই ভিয়াস-বোয়াসের। প্রশংসার সূরে তিনি মনে করিয়ে দিলেন, গত চ্যাম্পিয়ন্স লিগে এই জার্মানের কোচিংয়ে দুর্দান্ত খেলেছে পিএসজি।
“তাকে আমি শ্রদ্ধা করি। তিনি যা করছেন, তা প্রশংসনীয়।”
“তারা ভালো খেলে, আক্রমণে যেমন তেমনি রক্ষণেও ভালো। আমি তাকে বলেছি, ‘দুর্ভাগ্য আমি আপনাদের মতো খেলতে পারি না।’ তবে আমি তাকে খুবই পছন্দ করি।”
ট্যাগ :
আরও পড়ুন
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
টিভিতে আজ
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
-
দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন
-
'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
সাম্প্রতিক খবর
মতামত
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ